অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে আবারও রানের বন্যা

২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৪ রানের লক্ষ্য তাড়া করে অবিশ্বাস্য এক জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের লক্ষ্য তাড়া করে জয়ের সেই রেকর্ড এখনো আছে প্রোটিয়াদের দখলে। এবার ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরো একবার রানের পাহাড় ডিঙিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটের জয় পেয়েছে ৩৭১ রান তাড়া করে। এটা সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডের তালিকায় আছে দ্বিতীয় স্থানে।
৩২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য শেষ ১৮ ওভারে প্রয়োজন ছিল ১৫২ রান। প্রোটিয়াদের জয়ের আশা হয়তো ছেড়েই দিয়েছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যায়ে দারুণভাবে জ্বলে উঠেছিলেন ডেভিড মিলার। ৭৯ বলে ১১৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আট নম্বরে ব্যাট করতে নেমে আন্দ্রে পেলুকওয়ে খেলেছেন ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। সপ্তম উইকেটে এ দুজনের ৭০ বলে ১০৭ রানের ঝড়ো জুটির সুবাদেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
শুরুতে ভালো ব্যাটিং করে দলকে জয়ের পথ দেখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কুইন্টন ডি কক ও হাশিম আমলা। নবম ওভারে আউট হওয়ার আগে আমলা করেছেন ৩০ বলে ৪৫ রান। ডি কক খেলেছেন ৪৯ বলে ৭০ রানের ইনিংস। অধিনায়ক দু প্লেসির ব্যাট থেকে এসেছে ৩৩ রান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া গড়েছিল ৩৭১ রানের বিশাল সংগ্রহ। শতরানের ইনিংস খেলেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভেন স্মিথ। ওয়ার্নার করেছেন ১০৭ বলে ১১৭ রান। স্মিথের ব্যাট থেকে এসেছে ১০৮ রান।
দুর্দান্ত এই জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০০৯ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ জিতেছিল প্রোটিয়ারা।