বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল

নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিমানে চেপেছেন নিগার-নাহিদারা। বিশ্বকাপের মূল আয়োজক ভারত হলেও রাজনৈতিক কারণে সেখানে কোনো ম্যাচ খেলবে না পাকিস্তান। আগামী ২ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। যে কারণে বাংলাদেশ ম্যাচটি খেলবে শ্রীলঙ্কায়, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
অতীত পরিসংখ্যান পেছনে ফেলে আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে আরও ভালো পারফরমেন্স করার জন্য মুখিয়ে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০২২ সালে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। সেবার ৭ ম্যাচ খেলে মাত্র ১টি জয় ও ৬টিতে হেরেছিল বাঘিনীরা। লিগ পর্বে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছিল তারা। এবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন নিজেদের প্রস্তুতির কথা। অনূর্ধ্ব-১৫ এর ছেলেদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেললেও পারফরম্যান্স হয়নি আশানুরূপ। রাখঢাক রাখেননি জ্যোতি। নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে এগিয়ে যেতে চান সামনে।
জ্যোতি বলেন, ‘প্র্যাকটিসগুলো করেছি অনেক কঠিন পরিস্থিতিতে। আমি যে দলে খেলেছি, প্রস্তুতিটা ভালো হয়নি। একটা বড় টুর্নামেন্টের আগে আন্তর্জাতিক সিরিজ অবশ্যই প্রয়োজন। চেষ্টা তো করেছি, কিন্তু পাইনি। আদর্শ হয়নি হয়তোবা। কিন্তু, আমরা যতরকম ফ্যাসিলিটিস আগে, সব পেয়েছি। যেটা হয়নি, সেটা নিয়ে আমরা চিন্তা করছি না। আমরা যেভাবে প্রস্তুত হয়েছি, আমার কাছে মনে হয় খেলোয়াড় তাদের শতভাগ দেওয়ার চেষ্টা করেছে।’
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হবে বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়ার আগে গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হয় পুরো দলের আনুষ্ঠানিক ফটোসেশন।