টানা তিন শতকের বিরল কীর্তি বাবর আজমের

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এখনো এক বছর পূর্ণ হয়নি বাবর আজমের। এরই মধ্যে দারুণ এক কীর্তি করে ফেলেছেন পাকিস্তানের এই তরুণ ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে শতক করে নাম লিখিয়েছেন জহির আব্বাস, সাঈদ আনোয়ার, কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তিদের পাশে। বাবর আজমের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে পাকিস্তানও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে তিনটি ম্যাচেই। জিতে নিয়েছে ওয়ানডে সিরিজ।
প্রথম দুটি ম্যাচে পাকিস্তান জিতেছিল ১১১ ও ৫৯ রানে। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে আরো বড় ব্যবধানে হারের লজ্জায় ডুবিয়েছে পাকিস্তান। এবার তারা জিতেছে ১৩৬ রানে। ১১৭ রানের অসাধারণ ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাবর।
বাবর আজমের আগে ওয়ানডেতে টানা তিনটি ম্যাচে শতক করতে পেরেছেন মাত্র সাতজন—কুমার সাঙ্গাকারা, জহির আব্বাস, সাঈদ আনোয়ার, হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক ও রস টেলর। সাঙ্গাকারা অবশ্য শতক করেছিলেন টানা চারটি ম্যাচে। নিজের পরবর্তী ম্যাচে আরেকটি শতক করতে পারলে সাঙ্গাকারার রেকর্ড ছুঁয়ে ফেলতে পারবেন বাবর।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিতেই শতক করার রেকর্ডটি আগে ছিল ডি ককের দখলে। ২০১৩ সালে ভারতের বিপক্ষে টানা তিন ম্যাচে শতক করেছিলেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার। এবার ডি ককের সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন বাবর।