মিরাজের প্রশংসায় কিংবদন্তিরাও

অভিষেকে এমন সাফল্য খুব কম ক্রিকেটারেরই আছে। দুই টেস্টের চার ইনিংসের তিনটিতেই ছয়টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাঁর অসাধারণ বোলিং নৈপুণ্যে ইংল্যান্ড ব্যাটসম্যানরা রীতিমতো নাজেহাল হয়েছিল। এই তরুণ অফস্পিনারের অসাধারণ পারফরম্যান্স সারা ক্রিকেট বিশ্ব দেখে বিস্মিত হয়েছে। তাঁর অসাধারণ পারফরম্যান্স দেখে কিংবদন্তিরাও প্রশংসায় পঞ্চমুখ।
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ক্রিকেট সিরিজে মিরাজ দুই টেস্টে ১৯ উইকেট নিয়েছেন। চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ছয় উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। অবশ্য দ্বিতীয় ইনিংসে পান এক উইকেট। আর ঢাকায় দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই ছয়টি করে উইকেট নিয়ে তাক লগিয়ে দেন।
তাই তো মিরাজের প্রশংসা করছেন ক্রিকেট কিংবদন্তিরাও। এই তরুণ পেসারের প্রশংসা করে ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপ টুইটারে লিখেছেন, ‘অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে মেহেদি হাসান মিরাজ। দারুণ খেলেছে বাংলাদেশ দল। তাই মনে হচ্ছে সঠিক পথেই এগুচ্ছে বাংলাদেশের ক্রিকেট।’
ক্রিকেটের সবচেয়ে বড় ওয়েবসাইট ক্রিকইনফোর লেখক ডেভিড হোপস তাঁর এক কলামে বাংলাদেশ ও মিরাজের প্রশংসা করে লিখেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ খেলেছে বাংলাদেশ। আর তরুণ মিরাজ প্রমাণ করেছে যে, বাংলাদেশের ক্রিকেটে ভালোমানের স্পিনার আছে।’
আসলেও তাই, মিরাজের অসাধারণ পারফরম্যান্সে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল দারুণ এক জয় পেয়েছে। সে ম্যাচে অতিথি দলকে তারা হারিয়েছে ১০৮ রানের বিশাল ব্যবধানে। অবশ্য চট্টগ্রামে প্রথম টেস্টে দারুণ লড়াই করেও মাত্র ২২ রানে রানে হেরে যায় মুশফিক বাহিনী।