নিরাপদে নিউজিল্যান্ডে পৌঁছেছেন মাশরাফি-সাকিবরা
অস্ট্রেলিয়ার সিডনিতে নয় দিনের অনুশীলন ক্যাম্প আগের দিনই শেষ হয়েছে। কিউইদের বিপক্ষে সিরিজ সামনে রেখে এই ক্যাম্প শেষে বাংলাদেশ দল আজ রোববার সকালেই রওনা হয়ে যায় নিউজিল্যান্ডের উদ্দেশে। আশার কথা, নিরাপদেই নিউজিল্যান্ডে পৌঁছেছেন মাশরাফি-সাকিবরা।
আগামী ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। আসরের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৯ ও ৩১ ডিসেম্বর। তিনটি টি-টোয়েন্টি খেলবে ৩, ৬ ও ৮ জানুয়ারি। আর দুটি টেস্ট হবে ১২ থেকে ১৬ এবং ২০ থেকে ২৪ জানুয়ারি।
তার আগে ২২ ডিসেম্বর বহ্যাম ওভালে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। অবশ্য তার আগে অস্ট্রেলিয়ায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল তারা। বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের বিপক্ষে প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে সিডনি থান্ডার্সের কাছে হেরে যায় মুশফিকরা। অবশ্য এই প্রস্তুতি বাংলাদেশ দলের জন্য যে বেশ কাজে এসেছে, তা বলার অপেক্ষা রাখে না।

অবশ্য সুনামির সতর্কতার মধ্যেই নিউজিল্যান্ডে যায় বাংলাদেশ দল। গতকাল শনিবার ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে রিখটার স্কেলে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। দেশটির রাবাউল শহর থেকে ১৫৭ কিলোমিটার পূর্বাঞ্চলে ওই ভূমিকম্প অনুভূত হয়েছিল।
ভূমিকম্পের পর পাপুয়া নিউগিনির উপকূলীয় বেশ কিছু শহরসহ নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, সলোমন দ্বীপপুঞ্জ, পনপেই, চুক, নাউরু, কোসরা ও ভানুয়াতুতে পরবর্তী তিন ঘণ্টার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। অবশ্য সেই শঙ্কা এখন অনেকটাই কেটে গেছে।

ক্রীড়া প্রতিবেদক