মেসি-বেনজেমাদের সৌদিতে আগাম অভিনন্দন রোনালদোর
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দিয়েছিল সৌদি আরবের ক্লাব আল নাসের। সেই ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া সৌদি প্রো লিগের বাকি দলগুলোও। লিওনেল মেসি-করিম বেনজেমার মতো তারকাদের ভিড়িয়ে লিগটিকে নতুন মাত্রা দিতে চায় সৌদি আরব।
গেল কয়েকদিন ধরেই মেসি-বেনজেমার সৌদি প্রো লিগের ক্লাবে যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছে। আর এমন বড় বড় তারকারা যোগ দিলে বদলে যাবে এই লিগের চেহারা, এমনটাই মনে করেন রোনালদো।
সম্প্রতি এক সাক্ষৎকারে রোনালদো বলেন, ‘তাদের অভিনন্দন। লিগটি উন্নতি করছে এবং বর্তমানে দুর্দান্ত কিছু বিদেশি ও আরব খেলোয়াড় রয়েছে। আর তাদের মতো তারকারা যদি যোগ দেয়, তাহলে এই লিগ আরও উন্নতি করবে।’
শুধু তাই নয়, সৌদি প্রো লিগে রেফারিং ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির উন্নতি করা দরকার বলে মনে করেন এই পর্তুগিজ তারকা। তিনি বলেন, ‘লিগের মান খুব ভালো। উন্নতির জায়গাও আছে। লিগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ভালো দল আর ভালো আরব খেলোয়াড়ও আছে। এখন অবকাঠামোগত উন্নতি করতে হবে। রেফারি ও ভিএআরকে আরেকটু দ্রুত ভূমিকা রাখতে হবে।’
এদিকে, আল নাসের ছেড়ে ইউরোপের ক্লাবে যোগ দিচ্ছেন রোনালদো, এমন গুঞ্জন শোনা গেলেও তা উড়িয়ে দিয়ে রোনালদো বলেন, ‘আমি এখানে সুখী। এখানেই খেলতে চাই এবং সেটাই করব। আমার মতে, সবাই এখানে যা যা করতে চায় সেসব করলে আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের শীর্ষ পাঁচ লিগের একটি হয়ে উঠতে পারে সৌদি লিগ।’