দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। টসে জিতে অসিদের ব্যাটিংয়ে পাঠায় ভারত। পেসবান্ধব উইকেটে চার পেসার নিয়ে খেলতে নামে রোহিত শর্মার ভারত। প্রথম সেশনে অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন পেসাররা। নতুন বলে অসিদের পরীক্ষাই নিয়েছিল বলা চলে। ২৩ ওভারে ৭৩ রানে দুই উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যাওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় সেশনে প্রতিরোধ গড়ে তোলে। তিন উইকেটে ১৭০ রান নিয়ে সেশন শেষ করে অস্ট্রেলিয়া।
প্রথম সেশনে ২৬ রানে অপরাজিত থাকা মার্নাস লাবুশেন বিরতির পর আর কোনো রান যোগ করতে পারেননি। মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
লাবুশেন আউট হলে মাঠে নামেন ট্রাভিস হেড। স্টিভেন স্মিথ ও হেড মিলে লেগে যান ইনিংস মেরামতে। ভারতীয় পেসারদের দেখেশুনে খেলতে লাগেন দুজন। স্মিথ রক্ষণাত্মক খেললেও হেড পুরোপুরি টেস্ট মেজাজে খেলেননি।
স্মিথ ও হেড মিলে ভারতীয় পেসারদের আত্মবিশ্বাসে চিড় ধরাতে পেরেছেন। অস্ট্রেলিয়াও ঘুরে দাঁড়ায় এতে। প্রথম দিনের দ্বিতীয় সেশনে ২৮ ওভারে ৯৭ রান করে অসিরা। বিনিময়ে ভারত নিতে পারে মাত্র এক উইকেট।
৯৪ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে দ্বিতীয় সেশন শেষ করেন স্মিথ ও হেড। ৭৫ বলে ১০ চারে ৬০ রানে অপরাজিত আছেন হেড। ১০২ বলে চারটি চারে স্মিথের রান অপরাজিত ৩৩। সবমিলিয়ে অসিদের সংগ্রহ তিন উইকেটে ১৭০ রান।