আলকারাজের স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে জকোভিচ
একদিকে অভিজ্ঞতা, অন্যদিকে তারুণ্য। ফ্রেঞ্চ ওপেন ২০২৩ এর পুরুষ এককের সেমিফাইনালে ৩৬ বছরের নোভাক জকোভিচ মুখোমুখি হয়েছেন ২০ বছর বয়সী কার্লোস আলকারেজের। যার বয়সের চেয়ে জকোভিচের গ্র্যান্ডস্লামের সংখ্যা বেশি! কিন্তু মাঠের খেলায় তো পরিসংখ্যান কথা বলে না। তবু অভিজ্ঞতার একটা দাম আছে। অভিজ্ঞতা ও ফর্মের মিশেলে আলকারেজকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেন জকোভিচ।
ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের আগেই কার্যত ফাইনাল হয়ে গেল। আজ শুক্রবার (৯ জুন) পুরুষ এককের সেমিফাইনালে স্পেনের আলকারাজকে ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ গেমে হারান সার্বিয়ান তারকা জকোভিচ।
রোলা গাঁরোর লাল মাটিতে নিজের তৃতীয় শিরোপা জয় থেকে এখন মাত্র এক পা দূরে জকোভিচ। স্প্যানিশ তারকা আলকারেজ র্যাং কিংয়ের এক নম্বর স্থান নিয়ে খেলতে এসেছেন। জকোভিচ আছেন তিনে। ম্যাচ শুরুর পর প্রথম সেট ৬-৩ গেমে জেতেন জকোভিচ। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান আলকারেজ। জেতেন ৭-৫ গেমে।
তৃতীয় সেটে পাওয়া চোট এবং বেশ কয়েকটি ভুল শটে নিজেকে হারিয়ে ফেলেন বর্তমান নম্বর ওয়ান। এতে তৃতীয় ও চতুর্থ সেটে ৬-১, ৬-১ ব্যবধানে জিতে ক্যারিয়ারের ৩৪তম মেজর ফাইনাল নিশ্চিত করেন জকোভিচ।
জকোভিচের ক্যারিয়ারে গ্র্যান্ড স্লামের সংখ্যা ২২ টি। ২০১৬ ও ২০২১ সালে জিতেছেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবেন ক্যাসপার রুড ও অ্যালেক্সান্ডার ভেরেভ। তাদের একজনকেই আগামী ১১ জুন ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবেন জকোভিচ।