ফাইনালে হেরে আইসিসির নিয়মে অসন্তুষ্ট রোহিত
নাচতে না জানলে উঠোন বাঁকা, এই বাংলা প্রবাদটি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে অনেকটাই মিলে যায়। অস্ট্রেলিয়ার কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে খেলার নিয়ম আর কন্ডিশন নিয়ে অযুহাত রোহিতের। ইংল্যান্ডের মাটিতে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেও এমন অযুহাত দেওয়ায় রোহিতকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে।
আজ রোববার (১১ জুন) ওভালে ভারতকে ২০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের পঞ্চম দিনে ৩ উইকেটে ১৬৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে মাত্র আড়াই ঘণ্টা টিকতে পেরেছে ভারত। শেষ সাতটি উইকেট হারিয়েছে তারা মাত্র ৫৫ রানের ব্যবধানে। এর আগে গেল আসরের ফাইনালেও নিউজিল্যান্ডের কাছে হেরে হতাশার সঙ্গী হয়েছিল ভারত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ডেভিড ওয়ার্নার মত দিয়েছিলেন, এই প্রতিযোগিতা ফাইনাল হওয়া উচিত তিন ম্যাচের। ফাইনাল হেরে একই উপলব্ধি হচ্ছে ভারত অধিনায়কের। তবে, ঠাসা সূচির কারণে সেটা সম্ভব হবে কি না, সেই প্রশ্নও রেখেছেন তিনি।
হারের পর ভারতীয় অধিনায়ক রোহিত বলেন, ‘জুন মাসেই শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হবে। এর কোনো মানেই নেই। আর এটি শুধুমাত্র ইংল্যান্ডে নয়, বিশ্বের যে কোনো জায়গায় খেলা যেতে পারে। গত দুবছর ধরে অনেক পরিশ্রম করে আমরা ফাইনালে উঠেছিলাম। কিন্তু, মাত্র একটা ম্যাচেই ফাইনালে খেতাবের ফয়সালা হয়ে গেল। আমি চাইব, ফাইনাল অন্তত তিন ম্যাচের হোক। পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই ফাইনাল তিন ম্যাচের করা হলে, সেটাই চ্যাম্পিয়ন নির্ধারণের ক্ষেত্রে একেবারে সঠিক হবে।’
এদিকে, রোহিতের এমন বক্তব্যের জবাব দিতে ভুল করেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি জানান, ‘দেখুন এক ম্যাচ হোক কিংবা ৫০ ম্যাচ, সেটা আসলে সমস্যা নয়। আপনি যদি দেখেন অলিম্পিকে সবাই স্বর্ণ জেতার জন্য একটি সুযোগই পান, আর এটাই খেলার নিয়ম।’