কোহলি-রোহিতদের তীব্র সমালোচনা করলেন গাভাস্কার
২০১৩ সালে আইসিসি ইভেন্টে শিরোপা জিতেছিল ভারত। এরপর প্রায় সবকটি ইভেন্টেই সেমিফাইনাল কিংবা ফাইনালে গিয়েও শিরোপা জেতা হয়নি রাহুল দ্রাবিড়ের দলের। এবার অস্ট্রেলিয়ার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা খোয়াল রোহিত শর্মার দল। এমন ধারাবাহিক ব্যর্থতায় খেলোয়াড়দের ধুয়ে দিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার।
রোববার (১১ জুন) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়ের পর রাহুল দ্রাবিড়ের প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা করেছেন গাভাস্কার। বিদেশি কন্ডিশনে খেলার সময় ভারতীয় খেলোয়াড়দের ব্যাটিং গড় কমে যাওয়া নিয়ে প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে প্রশ্ন করা হয়েছিল। তার উত্তরে, তিনি বলেছিলেন যে ঘরের বাইরে খেলা যে কোনও দলের জন্য গড়ে এই জাতীয় হ্রাস একটি স্বাভাবিক ঘটনা।
দ্রাবিড়ের প্রতিক্রিয়ার জবাব দিয়ে গাভাস্কার বলেন, অন্যান্য দলের খেলোয়াড়দের গড় নিয়ে আলোচনা করা অপ্রাসঙ্গিক। কারণ প্রশ্নটি বিশেষভাবে ভারতীয় খেলোয়াড়দের পারফরম্যান্সের সঙ্গে সম্পর্কিত। ভারতের জন্য ঠিক কী ভুল হয়েছে তা খুঁজে বের করার জন্য একটি আত্ম-মূল্যায়ন প্রয়োজন।
গাভাস্কার আরও বলেন, ‘অন্যদের গড় কত সেটা বিবেচ্য নয়, আমরা এখন ভারতীয় দলের কথা বলছি, ভারতীয় দলের গড় কমছে, কিছু করতে হবে। বিদেশ সফরেই ব্যাটিং আমাদের সমস্যায় ফেলেছে। তাহলে কেন এমন হচ্ছে? এটা আমাদের দেখতে হবে। কেন এমন হচ্ছে যে আমাদের ব্যাটিং এমনটা হচ্ছে। যারা ভারতে এত ভালো ব্যাটিং করে, আপনি জানেন, তারা ভারতের মাটিতে দাদা, বিদেশে গেলেই তাদের মধ্যে কেউ কেউ কাঁপতে থাকেন। তবে সকলে এমনটা করে না, কেউ কেউ এমন বাজে খেলেন।’
ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রানের বড় হারের লজ্জা পেয়েছে ভারত। এর আগে গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৮ উইকেট হেরেছিল ভারত। দুই ফাইনালে ভারতের এমন হতাশাজনক পারফরম্যান্স মেনে নিতে পারছে না সাবেক ক্রিকেটাররা। অনেকেই এমন হারের পেছনে আইপিএলকে দুষছেন।