গরুর খামার নিয়ে ক্রিকেটার সাদমানের অন্যরকম পথচলা
আসছে কোরবানির ঈদ। ব্যস্ত সময় কাটাচ্ছেন কোরবানির পশুর খামারিরা। গরুর খামারিদের সময়টা কাটছে আরও বেশি ব্যস্ততায়। কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটার সাদমান ইসলামও। বাংলাদেশ টেস্ট দলের ওপেনারের নিজের গরুর খামার এখন বড় হচ্ছে একটু একটু করে।
সাদমান রাজধানীর ডেমরার আমুলিয়ায় গড়ে তুলেছেন এই খামার। বাবা ও ভাইকে নিয়ে বাড়িয়েছেন পরিধি। আপাতত জাতীয় দলের বাইরে আছেন এই ব্যাটার। পুরোটা সময় তাই খামারেই দিচ্ছেন। কোরবানিকে ঘিরে জমে উঠেছে তার ব্যবসা।
ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহদের পাশাপাশি বিসিবির অনেক কর্তাই গরু কিনছেন সাদমানের কাছ থেকে। তার খামারে বর্তমানে গরু আছে সাতটি। পেশাদার লোক দিয়েই করাচ্ছেন পরিচর্যা। কেবল ব্যবসায়িক উদ্দেশে নয়, শখও আছে অনেকটা।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১৩টি টেস্ট খেলা সাদমান বলেন, ‘ছোটবেলা থেকেই আমার নানাদের খামার করতে দেখতাম। তখন থেকে নিজেরও আগ্রহ জাগে খামার করব। আমার বাবা আর ভাইয়েরও ইচ্ছে ছিল। সেই থেকে তিন/চার বছর ধরে খামার করছি। আস্তে আস্তে খামারটা বড় করছি।’
তার খামারে থাকা একেকটি গরুর দাম সর্বনিম্ন ৮৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ চার লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া খামারের ছাদে প্রায় ৪০০ কবুতর পোষেন সাদমান। সেগুলো অবশ্য বিক্রয়ের জন্য নয়, পুরোটাই শখের বশে।