বিশ্বকাপ খেলার আশা এখনও ছাড়ছেন না উইলিয়ামসন
ব্যাট হাতে নিউজিল্যান্ডের অন্যতম ভরসা কেন উইলিয়ামসন। বিশ্বকাপের বছরে তাকে ঘিরে নিশ্চয়ই কিউইদের অনেক আশা ছিল। কিন্তু, আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েন তিনি। যে চোটে অনিশ্চিত হয়ে পড়েছে বিশ্বকাপে তার অংশগ্রহণ। গত ৩১ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ছয় আটকাতে গিয়ে চোটে পড়েন উইলিয়ামসন। বাউন্ডারি সীমানায় দাঁড়ানো উইলিয়ামসন লাফিয়ে বল হাতে নিয়ে শূন্যে থাকতেই মাঠে ছুড়ে দেন। কিন্তু, তার ডান পা বাউন্ডারির ওপারে পড়লেও ভারসাম্য রাখতে পারেননি। মাটিতে পড়ে ডান হাঁটু ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন কিউই তারকা।
পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডান হাঁটুতে চোট ধরা পড়ে। লিগামেন্টের অস্ত্রোপচারও করতে হয় তাঁকে। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি। আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। বিশ্বকাপের বাকি আছে সাড়ে তিন মাসেরও কম সময়। অক্টোবরের ৫ তারিখ থেকে ভারতে শুরু হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ।
উইলিয়ামসনের হাতেও সময় আছে সাড়ে তিন মাসেরও কম। বিশ্বকাপ খেলার আশা এখনও ছাড়েননি তিনি। তবে, বিশ্বকাপ খেলার চেয়েও পুরোপুরি সেরে ওঠার দিকে মনোযোগ তার। আজ সোমবার (২৬ জুন) ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী জানা যায়, নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন উইলিয়ামসন। কিউই তারকা বলেন, ‘আমি খুব চেষ্টা করছি সপ্তাহ ধরে ধরে এগোতে। এমন দীর্ঘমেয়াদে এর আগে কখনও চোটে পড়িনি। যারা পড়েছে তাদের সঙ্গে কথা বলেছি। এই সময়টা হয়তো খুব লম্বা। এই সময় যদি আপনি বেশি সামনের দিকে তাকান, তাহলে হিতে বিপরীত হবে।’
তবে, আগের চেয়ে বেশ উন্নতি হয়েছে উইলিয়ামসনের। নিজের পায়ে হাঁটতে পারছেন একটু একটু করে। সেটি নিয়ে তিনি বলেন, ‘অল্প অল্প হাঁটা, জিমে যাওয়া, ফিজিওর সঙ্গে সময় কাটানো, যারা মাঠে যায় তাদের সঙ্গে কথা বলা— এসব ছোট ছোট জয়গুলো নতুন অভিজ্ঞতা দিচ্ছে।’
বিশ্বকাপের আগে ফিট হতে না পারলে দলের সঙ্গে মেন্টর হিসেবে ভারতে যেতে পারেন উইলিয়ামসন।