মায়ামিতে মেসিদের কোচের দায়িত্বে টাটা মার্টিনো
টাটা মার্টিনোর সঙ্গে মেসির যোগসূত্র বেশ আগের। বার্সেলোনায় মেসির গুরু হিসেবে দায়িত্ব পালন করার পর আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবেও দুই বছর দায়িত্ব পালন করেছেন এই কোচ। ফের গুরু-শিষ্যের মিলিত হওয়ার সুযোগ করে দিল ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারের ক্লাবটিতে কোচ হিসেবে যোগ দিচ্ছেন এই আর্জেন্টাইন।
আজ বৃহস্পতিবার (২৯ জুন) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, জেরার্দো টাটা মার্টিনোকে কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছেন ইন্টার মায়ামি।
২০১৩-১৪ মৌসুমে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার কোচের দায়িত্ব পালন করেছেন মার্টিনো। ক্লাব ক্যারিয়ারে লিওনেল মেসি তখন সেরা সময় পার করছিলেন। তবুও সাফল্য এনে দিতে না পারায় দায়িত্ব হারান মার্টিনো। এরপর আবার ২০১৫-১৬ দুই বছর আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন মার্টিনো। সেখানে মেসিদের দুইবার কোপা আমেরিকার ফাইনালে তুলেছিলেন আর্জেন্টাইন এই কোচ। এর আগে আটালান্টা ইউনাইটেডের কোচ ছিলেন মার্টিনো। শিরোপাও জিতেছিলেন ২০১৮ সালে।
মায়ামির সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করেননি মেসি। জুলাইয়ের প্রথম সপ্তাহেই চুক্তি সই করার কথা মেসির। আর ১৬ জুলাই তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে বর্ণাঢ্য আয়োজন করেছে মায়ামি। আগামী ২২ জুলাই মায়ামির জার্সিতে তার অভিষেক হতে পারে। গত ৮ জুন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) এই ক্লাবে যোগ দেওয়ার ঘোষণা দেন মেসি।