জোড়া গোলে প্রত্যাবর্তন রাঙালেন মেসি
অবশেষে অপেক্ষার প্রহর ফুরাল। চোট কাটিয়ে প্রায় দুই মাস দুই দিন পর মাঠে ফিরলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। । সেই ফেরাটাও তিনি স্মরণীয় করে রাখলেন জোড়া গোল করে। মেজর সকার লিগে মেসির ফেরার ম্যাচে ফিলাডেলফিয়াকে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি।
গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের চেস স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে মায়ামি। দলের হয়ে মেসি ২টি ও সুয়ারেজ ১টি গোল করেছেন। এর ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৮ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ফ্লোরিডার ক্লাবটি।
গত ১৫ জুলাই কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়েন মেসি। এরপর লম্বা সময়ের জন্য ছিটকে যান মাঠের বাইরে। প্রায় দুই মাস দুই দিন পর ফিরলেন মাঠে। আর ফিরেই ঝলক দেখালেন ৩৬ বছর বয়সী এই তারকা।
ম্যাচ জিতলেও শুরুতেই পিছিয়ে পড়েছিল মায়ামি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে দলটি। দারুণ ফিনিশিংয়ে ফিলাডেলফিয়াকে এগিয়ে নেন মিকায়েল উরে। টানা বেশ কয়েকটি আক্রমণ করলেও কিছুতেই গোল পাচ্ছিল না মায়ামি। অবশেষে ম্যাচের ২৬তম মিনিটে লুইস সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বল থেকে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন তারকা মেসি। লম্বা সময় পর মাঠে ফিরেই পেলেন গোলের দেখা।
প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও সময় লাগেনি ক্লাবটির। ম্যাচের ৩০তম মিনিটে জর্দি আলবার পাস থেকে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল করেন মেসি। এরপর আর তেমন কোনো আক্রমণ না হওয়ায় ২-১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় মায়ামি।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে মায়ামি। তবে, কিছুতেই ব্যবধান বাড়াতে পারছিল না দলটি। শেষমেশ যোগ করা সময়ে দলকে এগিয়ে নেন সুয়ারেজ। এই গোলে অ্যাসিস্টের ভূমিকায় ছিলেন মেসি। সবমিলিয়ে ৩-১ গোলের দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে টাটা মার্টিনো শিষ্যরা।