কুয়েত পরীক্ষার জন্য ছুটিতেও ফুটবলারদের প্রস্তুতি
বাংলাদেশ ফুটবল দলের সময়টা দারুণ কাটছে। ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠল। ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিয়ে বেড়েছে রেটিং পয়েন্ট। তার উপর আজ বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহা। সবমিলিয়ে ভারতে বেশ উপভোগ্য সময় কাটালেও নিজেদের আসল কাজের কথা ভুলে যায়নি বাংলাদেশ দল।
আগামী ১ জুলাই কুয়েতের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপপর্বে ভারতকে হারানো কুয়েত বাংলাদেশের জন্যেও যে কঠিন প্রতিপক্ষ, তা ভালো করে জানেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
বেঙ্গালুরুতে বাংলাদেশ দল আজ মাঠে অনুশীলন না করলেও বিকালে ঘাম ঝরিয়েছে জিমে। সেমিফাইনালে পৌঁছে বাংলাদেশ এখন আত্মবিশ্বাসী হলেও, কুয়েতের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো খেলতে ফিটনেস খুব জরুরি।
সেটি মাথায় রেখেই ফুটবলাররা হোটেলের জিমে করে নিয়েছেন ফিটনেস ট্রেনিং।
গতকাল বুধবার (২৮ জুন) ভুটানকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক জামাল ভূঁইয়া সেমিফাইনালের প্রতিপক্ষ কুয়েত সম্পর্কে বলেন— ‘কুয়েত খুবই শক্তিশালি দল। ভারতকেও ভুগিয়েছে তারা। আমরা আগে ওদের খেলা দেখে বিশ্লেষণ করব। তারপর নিজেদের কৌশল সাজাব।’