হংকং ম্যাচের প্রাথমিক স্কোয়াডে বাংলাদেশের চমক

এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ হংকংয়ের বিপক্ষে। আগামী ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়াম ঢাকায় হংকংকে আতিথ্য দেবে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিরতি ম্যাচে ১৪ অক্টোবর হংকংয়ে গিয়ে তাদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ দুটিকে সামনে রেখে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে আছে একাধিক চমক।
সম্প্রতি এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে ভিয়েতনামে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় যুক্তরাষ্ট্রপ্রবাসী জায়ানের। সেখানে ভালো খেলে নজরে আসার পর প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী তরুণ এই ডিফেন্ডার। বয়সভিত্তিক দলের পর এবার মূল দলের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত জায়ান। তবে, জায়গা হয়নি কিউবা মিচেলের।
হাভিয়ের কাবরেরার দলে যথারীতি আছে হামজা চৌধুরী ও শমিত সোম। ২৮ জনের প্রাথমিক দলে সব পজিশনেই অভিজ্ঞ খেলোযাড়দের পাশাপাশি নতুন অনেকের জায়গা হয়েছে।
হংকং ম্যাচকে ঘিরে জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর থেকে। তবে লেস্টার সিটির অধিনায়ক হামজা দেশে আসবেন ৬ অক্টোবর। ক্যাভালরি এফসির ফুটবলার শমিত দেশে আসবেন ৭ অক্টোবর।
এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচের একটিতে ভারতের বিপক্ষে ড্রয়ের পর সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে হেরেছে বাংলাদেশ। ১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে তারা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। তাদের সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় হংকং।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদি হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক রায়হান কাজী, তাজ উদ্দিন, মেহেদি হাসান, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, জায়ান আহমেদ ও আবদুল্লাহ ওমর সজীব।
মিডফিল্ডার: মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), হামজা চৌধুরী, শমিত সোম ও শেখ মোরছালিন।
ফরোয়ার্ড: ফাহামিদুল ইসলাম, মো. ইব্রাহিম, আল আমিন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল আকাশ ও সুমন রেজা।