অ্যাশেজ
প্রথম ইনিংসে দুই সেশনেই অলআউট অস্ট্রেলিয়া
টানা দুই টেস্টে শেষবেলায় জিততে জিততেও হার মানতে হয়েছে ইংল্যান্ডকে। ঘরের মাঠের অ্যাশেজে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) তৃতীয় টেস্টে লিডসের হেডিংলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে অন্তত সফল ইংলিশরা। প্রথম দিনেই অসিদের ২৬৩ রানে অলআউট করেছে বেন স্টোকসের দল।
মধ্যাহ্ন বিরতির আগে ৯১ রান তুলতেই চার উইকেট হারায় অসিরা। দিনের প্রথম ওভারেই স্টুয়ার্ট ব্রডের আঘাত। অসি ওপেনার ডেভিড ওয়ার্নারকে চার রানে ফেরান ব্রড। ব্যক্তিগত ১৩ রানে মার্ক উডের বলে বোল্ড হন আরেক ওপেনার উসমান খাজা। ক্রিজে টিকে থাকার চেষ্টা করেন মার্নাস লাবুশেন।
৫৮ বলে ২১ রান করা লাবুশেনকে ফেরান ক্রিস ওকস। শততম টেস্ট খেলতে নামা স্টিভেন স্মিথ আউট হন ১৫ রানে।
এরপর অসিদের হয়ে লড়াই চালিয়ে ট্রাভিস হেড ও মিচেল মার্শ। হেড ৩৯ রানে সাজঘরের পথ ধরলেও মার্শ থামেন সেঞ্চুরি করে। ১৭ চার ও চার ছক্কায় ১১৮ বলে ১১৮ রান করে ওকসের বলে জ্যাক ক্রলির তালুবন্দি হন তিনি। মূলত মার্শের আউটের পরই ভেঙে পরে অসিদের প্রতিরোধ। দলীয় ২৪০ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন মার্শ। সেখান থেকে ২৬৩ রানে অলআউট। অস্ট্রেলিয়ার শেষ পাঁচ উইকেট পড়ে মাত্র ২৩ রানে।
ইংলিশদের পক্ষে ৩৪ রানে পাঁচ উইকেট নেন মার্ক উড।ওকস তিনটি ও ব্রড পান দুই উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২২ রান।