সহজ জয়ে উইম্বলডনের সেমিফাইনালে আলকারাজ
শীর্ষ বাছাই হিসেবে উইম্বলডনের মিশন শুরু করেছিলেন কার্লোস আলকারাজ। কোর্টে ধরে রাখলেন সেই ছন্দ। এবার সহজ জয়ে প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করলেন স্পেনের এই টেনিস সেনসেশন।
কোয়ার্টার ফাইনালে ২০ বছরের তরুণ হোলগার রুনকে ৭-৬ (৭-৩), ৬-৪, ৬-৪ ব্যবধানে হারালেন আলকারাজ।
ঘাসের কোর্টে শুরুর দিকে খুব একটা হাতখুলে খেলতে দেখা যায়নি। তবে সময় যত যাচ্ছে তত যেন ভালোভাবে মানিয়ে নিচ্ছেন আলকারাজ। যার চিত্র ফুটে উঠল কোয়ার্টার ফাইনালে। প্রথম সেটে এগিয়ে যেতে কিছুটা কষ্ট হলে বাকি সেটগুলো জেতেন সহজেই। মাত্র ২ ঘণ্টা ২০ মিনিটে তুলে নিলেন দুর্দান্ত জয়।
এ বার সেমিফাইনালে আলকারাজের প্রতিপক্ষ তৃতীয় বাছাই দানিল মেদভেদেভ। প্রতিপক্ষ হিসেবে মেদভেদেভ সহজ হবে না স্প্যানিশ তারকার জন্য। তবুও বর্তমান যেই ছন্দে আছেন আলকারাজ তাতে মেদভেদেভের বিপক্ষে জয়ও অসম্ভব কিছু নয়।
অন্যদিকে পুরুষ এককের আরেক সেমিফাইনালে ৪-৬, ৬-১, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। আগামীকাল শুক্রবার সেমিফাইনালে অষ্টম বাছাই ইতালির জ্যানিক সিনারের মুখোমুখি হবেন জকোভিচ। ২১ বছর বয়সী সিনার এবারই প্রথম কোনো গ্র্যান্ডস্লামের শেষ চারে উঠলেন।