পিএসজি কোচকে নতুন চ্যালেঞ্জ দিলেন এমবাপ্পে
পিএসজিতে কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ অনিশ্চিত। তার আগে বর্তমান অবস্থা আরও নড়বড়ে। সোনার ডিম পাড়া হাঁসকে নিয়ে বড্ড বিপাকে পড়েছে প্যারিসের ক্লাবটি। নানা সময়ে নানা নেতিবাচক মন্তব্য করেই চলেছেন ক্লাবকে নিয়ে। কখনও বলছেন, এখানে (পিএসজিতে) খেলার পরিবেশ নেই। কখনও বলছেন, তিনি সুখে নেই। এবার নতুন করে যা বললেন, তাকে চ্যালেঞ্জ হিসেবে বলাই শ্রেয়। নতুন কোচ লুইস এনরিকেকে রীতিমতো হুংকার দিয়ে ফরাসি তারকা জানালেন, পিএসজির ‘বম্ব স্কোয়াড’ হারিয়ে দেবে মূল দলকে।
স্কাই স্পোর্টসের বরাতে এমনটিই জানিয়েছে গোল ডটকম। সোমবার (৭ আগস্ট) স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন এমবাপ্পে। স্কাই স্পোর্টসের প্রতিবেদক কাভে সোহেকলকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, এনরিকের মূল দলকে হারিয়ে দেওয়ার সক্ষমতা আছে বম্ব স্কোয়াডের।
ফুটবলে বম্ব স্কোয়াড মূলত একটি বিশেষ তত্ত্ব। সাধারণত দলের দামি তারকা, অন্যতম সেরা তারকা যাদের কাছে প্রত্যাশা থাকে বেশি কিন্তু সেই অনুযায়ী পারফর্ম করতে পারেন না; তাদের মূল দল থেকে আলাদা করে দেওয়া হয়। এমনকি তাদের ট্রেনিং সেশনও আলাদা সময়ে অনুষ্ঠিত হয়।
এমবাপ্পের সঙ্গে পিএসজির এই বম্ব স্কোয়াডে আছেন হুলিয়ান ড্রাক্সলার, লিয়ান্দ্রো পারাদেসের মতো তারকারা। এদের নিয়েই কোচ এনরিকেকে হারিয়ে দেওয়ার হুমকি দিলেন এমবাপ্পে। যেন বিদ্রোহই করে বসলেন একপ্রকার।