মেসির ফেরার দিনে বড় জয় পেয়েছে মায়ামি
চোটের কারণে সর্বশেষ দুই ম্যাচে ইন্টার মায়ামির হয়ে খেলেননি লিওনেল মেসি। মেসির অনুপস্থিতিতে গত ম্যাচে হারের মুখ দেখেছিল মায়ামি। আজকের ম্যাচেও মেসির খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে, শঙ্কা কাটিয়ে শুরু থেকেই মাঠে নামেন আর্জেন্টাইন তারকা। মেসির ফেরার দিনে জয়ের দেখা পেয়েছে মায়ামিও। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মেজর লিগ সকারের ম্যাচে টরোন্টোকে ৪-০ গোলে হারিয়েছে ক্লাবটি।
ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণে ওঠে মায়ামি। ম্যাচের ২০ মিনিটে প্রথম সুযোগ পান মেসি। প্রতিপক্ষ রক্ষণভাগকে পরাস্ত করে এগিয়ে গেলেও তার শট প্রতিহত করেন টরোন্টো গোলরক্ষক রোমেরা। ২৪ মিনিটে আবারও মেসির আক্রমণ। এবারে তিনি বিপজ্জনক হয়ে ওঠার আগেই তাকে আটকে দেন টরোন্টার খেলোয়াড়রা। মেসির আরেকটি শট অল্পের জন্য চলে যায় বারের ওপর দিয়ে।
শুরুর একাদশে থাকলেও ম্যাচের ৩৭ মিনিটে মেসিকে তুলে নেন কোচ টাটা মার্টিনো। পেশিতে চোট অনুভব করায় মাঠ ছাড়েন মেসি। প্রথমার্ধেই চোটের কারণে বদলি হন জর্দি আলবা। দুই তারকা মাঠ ছাড়লেও আক্রমণের ধারা অব্যাহত রাখে মায়ামি। প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ফাকুন্দো ফারিয়াস।
বিরতি থেকে ফিরে অল্প সময়ের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে মায়ামি। দলকে এগিয়ে নেন রবার্ট টেইলর। এরপর ম্যাচে ফিরতে টরোন্টো বেশ কয়েকটি আক্রমণ সাজালেও কোনোটিই চাপে ফেলতে পারেনি মায়ামির রক্ষণভাগকে। উল্টো, ৭৩ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন বেঞ্জামিন ক্রিমাচি।
৮৭ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে চতুর্থ গোল করেন টেইলর। বাকি সময় আর কোনো গোল না হলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।