নতুন কীর্তি গড়ে মায়ামিকে জেতালেন মেসি

ক্যারিয়ারে শেষভাগে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই ফুটবল জাদুকরের পায়ের জাদুতে মায়ামিও সাফল্যের দেখা পেতে শুরু করে। মেজর লিগ সকারে (এমএলএস) আবারও তার জোড়া গোল ও অ্যাসিস্টে বড় ব্যবধানে জয় পেয়েছে মায়ামি। মেসি এই ম্যাচে দুর্দান্ত খেলে এমএলএসে নতুন দুটি কীর্তিতে নাম লিখিয়েছেন।
এমএলএসে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্ক সিটি এফসির মাঠে তাদেরকেই ৪-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে এমএলএস কাপের প্লে–অফ নিশ্চিত করেছে তারা।
প্রথমার্ধের ৪৩ মিনেটে ব্যালটাজার রদ্রিগেজের গোল করেন মেসির সহায়তায়। সতীর্থকে দিয়ে গোল করিয়েই এমএলএসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে অন্তত ৩৫ গোলে অবদান রাখলেন তিনি।
এরপর ৭৬ ও ৮৬ মিনিটে মেসি নিজেই দুটি গোল করেন। এমএলএসের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে এক মৌসুমে আট ম্যাচে একাধিক গোল করার রেকর্ড গড়েন এই আর্জেন্টাইন তারকা। একই সাথে ২৩ ম্যাচে করলেন ২৪ গোল করে চলতি মৌসুমে এমএলএসর সর্বোচ্চ গোলদাতা এখন মেসি।
মায়ামির ৪-০ গোলে জয়ের ম্যাচে তৃতীয় গোলটি এসেছে লুইস সুয়ারেজের পা থেকে। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এই উরুগুয়েন তারকা।
নিউইয়র্ক সিটি এফসিকে হারিয়ে টানা তৃতীয় ম্যাচে জিতল মায়ামি। এমএলএসর ইস্টার্ন কনফারেন্সে ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে মায়ামি এখন পয়েন্ট টেবিলের তিন নম্বরে। তাদের থেকে ২ ম্যাচ বেশি খেলে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া। পাশাপাশি এমএলএসে এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ ৬৪ গোল করেছে তারা। ৫৮ গোল নিয়ে দুইয়ে অরল্যান্ডো।