সংকট নিরসনে বিসিবিতে মাশরাফী
ওয়ানডে বিশ্বকাপ খেলতে আগামীকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। ভারতের উদ্দেশে রওনা দেওয়ার আগে পুরো ২৪ ঘণ্টা সময় নেই, অথচ এখনও বাংলাদেশের বিশ্বকাপ দলই ঘোষণা করা হয়নি। তামিম ইকবালকে নিয়ে নতুন করে দানা বাধা বিতর্কে দেরি হচ্ছে বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে।
তামিম ইকবাল ইস্যুতে সোমবার মধ্যরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু, সে বৈঠক নিয়ে পরবর্তীতে কোনো বার্তা দেননি তিনজনের কেউই।
মধ্যরাতের বৈঠকে যে সম্পূর্ণ বিষয়ের সুরাহা হয়নি, তা মোটামুটি নিশ্চিত। পরিস্থিতি বরং ঘোলাটে হয়েছে। এর আগে তামিমের অবসর ইস্যুতে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার হস্তক্ষেপে প্রাথমিক সমাধান হয়। আজ আরেকবার বিসিবিতে দেখা গেল মাশরাফীকে।
ধারণা করা হচ্ছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ডাকে মিরপুরে গিয়েছেন মাশরাফী। সাকিব-তামিমকে নিয়ে শুরু হওয়া বিতর্কের সমাধান করতেই তাকে ডাকা হয়েছে বলে গুঞ্জন উঠেছে।
গত ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে নিজের চোট নিয়ে তামিম জানিয়েছিলেন, তিনি এখনও পুরোপুরি ফিট নন। পুরো ফিট না হওয়ায় খেলছেন না শেষ ওয়ানডেতেও।
এ ছাড়া জানা যায়, বিশ্বকাপে তামিম হয়তো সবগুলো ম্যাচে খেলতে পারবেন না। এই বিষয়টি মাথায় রেখে যেন দল সাজান নির্বাচকরা। সেই বার্তাও নাকি দিয়ে রেখেছেন বাঁহাতি এই ওপেনার। বিশ্বকাপে খেললেও সবগুলো ম্যাচে খেলতে চান না তামিম, এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে।
স্বাভাবিকভাবেই তামিমের এসব কথায় নড়েচড়ে বসেছেন নির্বাচকরা। বিতর্কের শুরুটাও হয় সেখান থেকে। শোনা যায়, তামিমের এমন কথায় বিরক্ত অধিনায়ক সাকিব। তিনি নাকি জানিয়েছেন, হাফ ফিট কাউকে নিয়ে বিশ্বকাপে যাবেন না। গেলেও করবেন না অধিনায়কত্ব।
সবমিলিয়ে বিশ্বকাপের আগে কোথায় সাজ সাজ রব থাকবে চারিদিকে, তা না হয়ে উল্টো থমথমে পরিবেশ ক্রিকেটপাড়ায়।