ঢাকায় আসছেন রোনালদিনহো, দেখা করবেন জামাল ভূঁইয়ার সঙ্গে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/12/ronldo.jpg)
নিজের সেরা সময়ে দুপায়ের জাদুতে গোটা ফুটবল বিশ্বকে মোহিত করেছিলেন রোনালদিনহো গাউচো। বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান এই তারকা আন্তর্জাতিক ফুটবল ছেড়েছেন বহু আগে। কিন্তু, ভক্তদের কাছে এখনও তার আবেদন এতটুকুও কমেনি। বাংলাদেশেও তার ভক্তের সংখ্যা কম নয়। তাদের জন্য সুখবর, বাংলাদেশে আসছেন রোনালদিনহো।
আগামী ১৮ অক্টোবর ঢাকায় আসবেন ব্রাজিল কিংবদন্তি। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের জনপ্রিয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তার উদ্যোগেই অবশ্য ভারতে আসছেন রোনালদিনহো। সেখান থেকে বাংলাদেশে।
সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন কাতর বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু বিমানবন্দরে একই লাউঞ্জে থাকার পরেও এমির সঙ্গে দেখা করতে পারেননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায় জামাল ভূঁইয়া। তা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার রোনালদিনহোকে যারা বাংলাদেশে আনছেন, আগে থেকেই জানিয়ে রেখেছেন জামালের সঙ্গে দেখা করার কথা।
বিশ্বকাপজয়ী রোনালদিনহো ১৮ অক্টোবর বাংলাদেশে এসে দেখা করবেন জামালের সঙ্গে। এ ছাড়া, পরিকল্পনা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার। তবে, সেটি নির্ভর করছে প্রধানমন্ত্রীর সময়সূচির ওপর।
এর আগে ১৭ অক্টোবর ভারতে আসবেন রোনালদিনহো। সেখান থেকে উড়াল দেবেন বাংলাদেশে।