বোলারদের তালিকায় শীর্ষে উঠলেন আফ্রিদি
বিশ্বকাপের আগেও বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। এবারের বিশ্বকাপে পাকিস্তানের বোলিং আক্রমণকে ধরা হচ্ছিল সবচেয়ে শক্তিশালী। সেই দলের নেতৃত্বে থাকা আফ্রিদি বিশ্বকাপ শুরুর পর নিজেকে মেলে ধরতে পারেননি সেভাবে। দলও হেরেছিল টানা চার ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে অবশ্য জয়ে ফিরেছে পাকিস্তান। সেখানে বল হাতে বড় অবদান রেখেছেন আফ্রিদি। এর স্বীকৃতিও পেয়েছেন তিনি। আজ বুধবার (১ নভেম্বর) হালনাগাদকৃত আইসিসি র্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন এই পেসার।
প্রথম দুই ওভারেই দুই উইকেট তুলে নিয়ে ভেঙেছেন বাংলাদেশের টপঅর্ডার। বিপর্যয় সামলে বাংলাদেশকে এগিয়ে নেওয়া ইনফর্ম মাহমুদউল্লাহকে বোল্ড করেছেন অসাধারণ এক ডেলিভারিতে। অর্ধশতক পার করা মাহমুদউল্লাহর উইকেটই পাকিস্তানকে এনে দেয় ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। বাংলাদেশের বিপক্ষে ৯ ওভারে ২৩ রান দিয়ে তিন উইকেট শিকার করেন আফ্রিদি।
ওয়ানডে বোলারদের তালিকায় দীর্ঘদিন ধরে শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। আফ্রিদি শীর্ষে ওঠায় দুইয়ে নেমে গেছেন হ্যাজেলউড। সর্বশেষ র্যাঙ্কিংয়ে আফ্রিদি ছিলেন আট নম্বরে। সাত ধাপ এগিয়েছেন তিনি। তার রেটিং পয়েন্ট এখন ৬৭৩।
ওয়ানডে ব্যাটারদের মধ্যে যথারীতি শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার রেটিং পয়েন্ট ৮১৮। ৮১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন ভারতের শুভমান গিল। বাবরকে টপকে যে কোনো সময় এক নম্বরে উঠে যেতে পারেন গিল। অলরাউন্ডারদের তালিকায় সাকিব আল হাসানই আছেন সবার ওপরে।