হারের বৃত্ত ভাঙল বাংলাদেশ

ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর ঘুরে ঘুরে আরও চারটি ভেন্যুতে ছয়টি ম্যাচ খেলেছে লাল-সবুজ জার্সিধারীরা; যার সবগুলোতেই হার হয়েছে সঙ্গী। অবশেষে পাক্কা ২৯ দিন পর দিল্লিতে জয়ের দেখা পেল বাংলাদেশ। এটি চলতি আসরে বাংলাদেশের দ্বিতীয় জয়।
জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
চলতি বিশ্বকাপে আর প্রাপ্তির তেমন কিছু নেই বাংলাদেশের। এরই মধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এখন সুযোগ পয়েন্টস টেবিলের সেরা আটে থেকে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে সরাসরি অংশগ্রহন নিশ্চিত করা। সেই লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ।
সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে সাকিব-শান্ত
নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান দুইজনের সামনেই সুযোগ ছিল এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম শতক তুলে নেওয়ার। তবে সাকিবের পর শান্তও হারালেন সেই সুযোগ। সাকিব ৮২ ও শান্ত ৯০ রান করে সাজঘরে ফিরলেন।
আক্ষেপ নিয়ে ফিরলেন সাকিব
৪৫ রানে দুই উইকেট হারিয়ে ফেলার পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে দারুণ এক জুটি গড়েন অধিনায়ক সাকিব আল হাসান। এই দুই ব্যাটারের ১৬৯ রানের জুটিতে ভর করে এগোচ্ছিল বাংলাদেশ। তবে দলীয় ২১০ রানের মাথায় ম্যাথিউসের বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন সাকিব। আউটের আগে করেন ৬৫ বলে ৮২ রান।
জয় দেখছে বাংলাদেশ
চলতি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার পেছনে ব্যাটাদের জ্বলে উঠতে না পারাই অনেকাংশে দায়ী। তবে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত নিজেদের সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ। দুই অভিজ্ঞ ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানের ব্যাটে জয়ের পথে বাংলাদেশ। ৩০ ওভার শেষে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০৬ রান।
সাকিব-শান্তর ব্যাটে ছুটছে বাংলাদেশ
২৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্রুতই দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। তবে সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে সেই চাপ সামাল দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ২২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৪২ রান।
তামিমের পর সাজঘরে ফিরলেন লিটন
বিশ্বকাপে ব্যাটিংটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। প্রতিটি ম্যাচেই হতাশ করছেন বাংলাদেশের ব্যাটাররা। শ্রীলঙ্কার বিপক্ষেও জ্বলে উঠতে পারেননি দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারেননি কেউ। সবমিলিয়ে মাত্র ৪৫ রানে দুই ব্যাটারকে হারাল বাংলাদেশ।
শুরুতেই সাজঘরে তামিম
অনেক আশা নিয়ে বিশ্বকাপে মিশনে ওপেনার তানজিদ তামিম নিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। ভারতের বিপক্ষে ম্যাচ বাদে আর কোনো ম্যাচেই হাসেনি তার ব্যাট। শ্রীলঙ্কার বিপক্ষেও সেই ধারা অব্যাহত। দলীয় ১৭ রানের মাথায় মধুশঙ্কার বলে নিশানকার হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন তামিম। আউটের আগে করেন পাঁচ বলে ৯ রান।
বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল শ্রীলঙ্কা
১৩৫ রানে লঙ্কানদের পাঁচ উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের অভাবে কয়েকটি দারুণ জুটি গড়ে লঙ্কানরা। যা তাদের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করাতে বড় ভূমিকা রেখেছে। ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৭৯ রানে থামে লঙ্কানরা।
থিকসানাকে ফেরালেন শরিফুল
২১৩ রানে ষষ্ট উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে আসালাঙ্কা-থিকসানার ব্যাটে ফের দারুণ এক জুটি গড়ে লঙ্কানরা। এই জুটিতে আসে আরও ৪৫ রান। অবশেষে দলীয় ২৫৮ রানে শরিফুলের বলে তুলে মারতে গিয়ে নাসুমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার।
সিলভাকে ফিরিয়ে জুটি ভাঙলেন মিরাজ
১৩৫ রানে দুটি উইকেট তুলে শ্রীলঙ্কাকে চাপে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে দারুণ ভাবে পরিস্থিতি সামাল দিয়েছে ধনাঞ্জয়া-আসালাঙ্কা জুটি। ৭৮ রানের জুটিতে স্কোর ছাড়ায় দুইশ। আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আগে এই জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। উইকেট ছেড়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা। ফেরার আগে ৩৬ বলে করেছেন ৩৪।
জোড়া উইকেট হারিয়ে হঠাৎ চাপে শ্রীলঙ্কা
দলীয় ৭২ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে শ্রীলঙ্কা। মাঝে সামারাবিক্রমার ব্যাটে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। তবে, ২৫ তম ওভারের প্রথম বলে সাদিরা সামারাবিক্রমাকে ফেরান সাকিব। পরের বলেই টাইম আউট হয়ে সাজঘরের পথ ধরেন ম্যাথিউস। দলীয় ১৩৫ রানে পাঁচ উইকেট হারিয়েছে লঙ্কানরা।
সাকিব-তানজিমের বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ
শুরুর ধাক্কা কাটিয়ে দারুণ জুটি পেয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। পাথুম নিশানকা ও ওয়ানডাউনে নামা কুশল মেন্ডিস মিলে ভোগান বাংলাদেশি বোলারদের। তিন পেসার মিলে যখন এই জুটি ভাঙতে পারছিলেন না তখন ত্রাতা হয়ে এলেন সাকিব। নিজের প্রথম ওভারেই এসে তুলে নেন কুশল মেন্ডিসের উইকেট। ১৯ রানে কুশল মেন্ডিসকে থামান সাকিব।
অধিনায়কের পরের সাফল্য পান একাদশে সুযোগ পাওয়া তানজিম সাকিব। বোলিংয়ে এসে তিনি তুলে নেন পাথুম নিশানকার উইকেট। ৭২ রানে লঙ্কানদের তিন উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ।
লঙ্কানদের ওপেনিং জুটি ভেঙে বাংলাদেশের শুরু
আজ দুদলের জন্যই মর্যাদার লড়াই। পয়েন্ট টেবিলেও অবস্থান তলানিতে। এমন ম্যাচে দিল্লিতে মাঠে নেমে শ্রীলঙ্কাকে টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বোলিং বেছে নেওয়ার শুরুটা অবশ্য ভালোই হয়েছে বাংলাদেশের। বোলিং ইনিংস ওপেন করা শরিফুল ইসলাম প্রথম ওভারেই তুলে নিয়েছেন কুশল পেরেরার উইকেট। দলীয় ৫ রানে ভাঙে লঙ্কানদের ওপেনিং জুটি, পেরেরা করেন ৪ রান। তবে, শুরুতে ধাক্কা খেলেও পরের উইকেটে জুটিতে প্রতিরোধ গড়ে তুলেছে শ্রীলঙ্কা।
অবশেষে বাংলাদেশ একাদশে তানজিম সাকিব
বিশ্বকাপে বাংলাদেশ ইতোমধ্যে সাত ম্যাচ খেললেও একটি ম্যাচেও মাঠে নামেননি তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে আজ সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো একাদশে সুযোগ পেলেন সাকিব। এর মধ্য দিয়ে বিশ্বকাপে অভিষেক হচ্ছে তরুণ এই পেসারের। তাকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান।
বিশ্বকাপ বিবেচনায় বাংলাদেশের এই ম্যাচ গুরুত্বহীন। শ্রীলঙ্কার ক্ষেত্রেও একই অবস্থা। বিদায় নিশ্চিত হয়েছে দুদলেরই। তবে, লড়াইটা এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়ার। সেই সমীকরণ মাথায় নিয়ে আজ শ্রীলঙ্কার মোকাবিলা করছে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
বোলিং বেছে নেওয়ার কারণ হিসেবে সাকিব বলেন, ‘মাঠ দেখে মনে হয়েছে সন্ধ্যায় বল করাটা একটু কঠিনই হবে। সে কারণে আগে বোলিং নেওয়া। আশা করছি আজকের ম্যাচে বাংলাদেশ লড়াই করবে এবং ম্যাচটা আমরা জিতব।’
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপ বিবেচনায় বাংলাদেশের এই ম্যাচ গুরুত্বহীন। শ্রীলঙ্কার ক্ষেত্রেও একই অবস্থা। বিদায় নিশ্চিত হয়েছে দুদলেরই। তবে, লড়াইটা এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়ার। সেই সমীকরণ মাথায় নিয়ে আজ সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ।