বোলারদের জন্য নতুন আইন আনতে যাচ্ছে আইসিসি
আধুনিক ক্রিকেট এমনিতেই বোলারদের জন্য কঠিন হয়ে উঠছে। এর মধ্যে আবার নতুন আইন আনতে চলেছে আইসিসি। গত ২১ নভেম্বর অনুষ্ঠিত হয় আইসিসির সভা। ক্রিকেটের সংবিধানপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সঙ্গে মিলে বোলারদের জন্য নতুন আইনটি চালু করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ‘স্টপ ক্লক’ আইন প্রাথমিকভাবে ছয় মাস পর্যবেক্ষণ করা হবে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, স্টপ ক্লক হলো— বোলিং করা দলকে এক ওভার থেকে আরেক ওভার শুরু করতে হবে এক মিনিটের মধ্যে। ম্যাচে যদি তিনবার এক ওভারের বেশি সময় নেয় বোলার পরিবর্তনে, তাহলে ব্যাটিং করা দলকে পাঁচ রান পেনাল্টি দেওয়া হবে। আগে যেভাবে বোলার পরিবর্তনে সময় নিতে পারতেন অধিনায়ক, ইনিংসের চাহিদা অনুযায়ী বোলারকে আক্রমণে আনতেন, এখন থেকে সেই সুযোগটা কম।
এমসিসির যে কমিটি এই আইনের অনুমোদন দিয়েছে, সেই কমিটিতে রয়েছেন রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলী ও কুমার সাঙ্গাকারা। এটি ওয়ানডে ও টি-টোয়েন্টির ক্ষেত্রে প্রযোজ্য। আগামী ৩ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমবার প্রয়োগ করা হবে এটি। ২০২৪ এর এপ্রিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলবে স্টপ ক্লক আইনটি।