ডোনাল্ডের নতুন গন্তব্য কোথায়?
দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ক্রিকেট দল ছিল স্পিননির্ভর। গত এক বছরে পেসাররা যথেষ্ট উন্নতি করেছে। তাদের উন্নতির পেছনে অন্যতম কারিগর বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তার অধীনে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেনরা নিজেদের প্রমাণ করেছেন। বাংলাদেশের পেস আক্রমণও হয়ে উঠেছে সমীহ জাগানিয়া।
বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুসের বিতর্কিত টাইমড আউট নিয়ে মন্তব্য করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রোষানলে পড়েন ডোনাল্ড। পরবর্তীতে চাকরি ছাড়েন তিনি।
বিসিবির চাকরি ছাড়ার পর বেশ কয়েকটি চাকরির অফার পেয়েছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান এই পেস তারকা। কিন্তু, তিনি চেয়েছিলেন নিজ দেশে থাকতে। পরিবারকে সময় দেওয়ার ইচ্ছা থেকেই এমন সিদ্ধান্ত নেন তিনি। অবশেষে, দেশের একটি ক্লাবেরই বোলিং কোচের দায়িত্ব পেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগের দল ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের কোচিং প্যানেলে যুক্ত হলেন তিনি। নিজেদের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। একই দলের কোচ হিসেবে যুক্ত আছেন বাংলাদেশের আরেক সাবেক কোচ রাসেল ডমিঙ্গো।
২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডোনাল্ডকে নিযুক্ত করে বিসিবি। প্রথমে এক বছরের চুক্তি করলেও পরে সেটি বাড়িয়ে চলতি বিশ্বকাপ পর্যন্ত করা হয়। বিশ্বকাপের পর চুক্তি নবায়ন করার কথা ছিল বিসিবির। এর আগেই ডোনাল্ড বিদায় বলে দিয়েছেন বিতর্ককে সঙ্গী করে।