দেশের ক্রিকেটে রাজনীতি আছে কি না, জানালেন রাজ্জাক
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তন এসেছে বাংলাদেশের রাজনীতিতে। ড. মুহম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে শেখ হাসিনার পদত্যাগ ও জাতীয় সংসদ বিলুপ্ত করার পর মন্ত্রীত্ব হারান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
দেশের ক্রিকেটের এখন কী হবে, অন্যান্য সেক্টরের মতো এখানেও এতদিন রাজনীতি ছিল কি না সেসব বিষয় নিয়ে কথা হচ্ছে। বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক মনে করেন, বাংলাদেশের ক্রিকেটে রাজনীতির তেমন প্রভাব পড়ে না। পাকিস্তানের উদ্দেশে বাংলাদেশ ‘এ’ দল রওনা দেওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান রাজ্জাক।
রাজ্জাক বলেন, ‘আমরা একটা অশান্তির মধ্যে ছিলাম। সেটা থেকে ঘুরে দাঁড়াচ্ছে সবাই। আমি নিশ্চিত যে, সাধারণত ক্রিকেটের মধ্যে রাজনীতির খুব একটা প্রভাব পড়ে না। ক্রিকেট তার নিজের গতিতে এগিয়ে চলে।’
সফরে পাকিস্তান ’এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ এ দল। আগের সূচি অনুযায়ী, ১০ ও ১৭ আগস্ট শুরু হওয়ার কথা ছিল চারদিনের দুটি ম্যাচ। নতুন সূচিতে এই দুটি ম্যাচ হবে যথাক্রমে ১৩ ও ২০ আগস্ট। ২৩, ২৫ ও ২৭ আগস্ট হওয়ার কথা ছিল তিন ওয়ানডে। তবে, নতুন সূচি অনুযায়ী ২৬, ২৮ ও ৩০ আগস্ট হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।