বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন?

গতকাল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এরপর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল স্ট্যান্ডিং কমিটির কে কোন দায়িত্ব পাচ্ছেন। সেই প্রশ্নের উত্তর মেলাতে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) প্রথম সভায় বসেছিলেন বিসিবির নতুন নির্বাচিত পরিচালনা পর্ষদ।
দুপুর সাড়ে ১২টায় মিরপুরে শুরু হয় সভা। প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলে সভা। সেখানেই আগামী দুই মাসের জন্য চূড়ান্ত হয় ২৩টি কমিটি। এর মধ্যে তিনটি কমিটি নিজের কাছে রেখে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আবারও ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম।
গত বছর সরকার পরিবর্তনের পরে বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ। কিন্ত নানা সমালোচনা আর অব্যবস্থাপনায় দায়িত্ব পূর্ণ করতে পারেননি তিনি। তবে, বর্তমানে বোর্ডে আবারও পরিচালক পদে নির্বাচিত হয়েছেন তিনি। হয়েছেন বিসিবির সহসভাপতিও। কিন্তু কোনো কমিটিরই চেয়ারম্যান করা হয়নি তাকে।
জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবরকে দেওয়া হয়েছে বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব। বিসিবির সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক পেয়েছেন নারী বিভাগের দায়িত্ব। অন্যদিকে, হাই-পারফরম্যান্স ইউনিটের (এইচপি) দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
একনজরে কারা পেলেন কোন দায়িত্ব–
ওয়ার্কিং কমিটি– আমিনুল ইসলাম বুলবুল
বিপিএল গভর্নিং কাউন্সিল– আমিনুল ইসলাম বুলবুল, মেম্বার সেক্রেটারি- ইফতেখার রহমান
গ্রাউন্ডস কমিটি– আমিনুল ইসলাম বুলবুল, ভাইস চেয়ারম্যান – রাহাত সামস
ক্রিকেট পরিচালনা বিভাগ– নাজমূল আবেদীন ফাহিম
অর্থ কমিটি– এম নাজমুল ইসলাম, ভাইস–চেয়ারম্যান আমজাদ হোসেন
ডিসিপ্লিনারি কমিটি– ফায়াজুর রহমান
গেম ডেভেলপমেন্ট কমিটি– ইশতিয়াক সাদেক
টুর্নামেন্ট কমিটি– আহসান ইকবাল চৌধুরী
বয়সভিত্তিক ক্রিকেট– আসিফ আকবর
হাই পারফরম্যান্স– খালেদ মাসুদ পাইলট
ফ্যাসিলিটিজ কমিটি– শাহনিয়ান তানিম নাভিন
আম্পায়ার্স কমিটি– ইফতেখার রহমান
উইমেন'স উইং (নারী বিভাগ)– আব্দুর রাজ্জাক
মার্কেটিং কমিটি– শাখাওয়াত হোসেন
মেডিকেল কমিটি– মনজুর আলম
টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি– আবুল বাশার, ভাইস–চেয়ার মো. হাসানুজ্জামান
মিডিয়া কমিটি– আমজাদ হোসেন
অডিট কমিটি– মুহাম্মদ মুখলেসুর রহমান
বাংলাদেশ টাইগার্স– রাহাত সামস
লজিস্টিকস কমিটি– ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক
সিকিউরিটি– মেহেরাব আলম চৌধুরী
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)– আদনান রহমান দীপন, ভাইস–চেয়ারম্যান ফায়াজুর রহমান
ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার্স কমিটি– জুলফিকার আলী খান
ওয়েলফেয়ার কমিটি– মোখছেদুল কামাল