বিকেএসপি ফুটবল দলকে একাধিক সাজা দিল বাফুফে
বেশকিছু অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ফুটবল দলকে সাজা দিল বাফুফে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারী কোডের ধারা- ৫৭, ৫১, ৩১, ৩০ ও ২৮ ভঙ্গ করায় বিকেএসপিকে এই সাজা দিয়েছে ফেডারেশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার (১০ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছে বাফুফে।
বিকেএসপি দল বর্তমানে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে খেলছে। কিন্তু, তৃতীয় বিভাগে খেলা চকবাজার কিংসের হয়ে খেলেছেন বিকেএসপির তিন খেলোয়াড়। যা বাফুফের নিয়মের বাইরে। এ ছাড়া, খেলানোর তথ্যও গোপন করেছে দলটি। এই খেলোয়াড়রা নিজেদের পরিচয় পাল্টে অংশ নেন তৃতীয় বিভাগের খেলায়।
অভিযোগ পাওয়ার পর বিকেএসপিকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় বাফুফে। তারা অভিযোগ স্বীকার করে নেয়। পরবর্তীতে আজ বাফুফে বেশ কয়েকটি সাজা প্রদান করেন তাদের।
যার মধ্যে একটি হলো, তৃতীয় বিভাগে অংশ নেওয়া তিন খেলোয়াড় পরবর্তীতে যেসব ম্যাচে বিকেএসপির হয়ে মাঠে নেমেছে, সেসব ম্যাচের পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। মোট সাত পয়েন্ট কাটা হয়েছে বিকেএসপির। এ ছাড়া, ওই তিন ফুটবলারকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে বাফুফে।
তখ্য গোপন রাখায় বিকেএসপি ফুটবল দলের সিনিয়র কোচ মো. শাহীনুল হক ও প্রশিক্ষক মো. রবিউল ইসলামকে আগামী এক বছরের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করেছে বাফুফে। এ ছাড়া, দুজনকেই করা হয়েছে ২৫ হাজার টাকা করে জরিমানা।