ভারতকে কাঁদানো ট্রাভিস হেডই নভেম্বরের সেরা
নভেম্বরে ভারতকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। অসিদের ফাইনাল জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ওপেনার ট্রাভিস হেড। ফাইনালে খেলেন ১২০ বলে ১৩৭ রানের অনবদ্য ইনিংস। ১৫ চার ও চার ছক্কায় সাজানো সেই ইনিংসে ভর দিয়ে ষষ্ঠ শিরোপার স্বাদ পায় অস্ট্রেলিয়া। ম্যাচসেরার পুরস্কারও ওঠে হেডের হাতে। এবার নভেম্বরের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন তিনি।
আইসিসি নিজেদের ওয়েবসাইটে আজ সোমবার (১১ ডিসেম্বর) ঘোষণা করে মাসসেরা ক্রিকেটারের নাম। অসি সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল ও ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে পেছনে ফেলে মাসসেরা হন হেড। যেখানে ফাইনালের পারফরম্যান্স খুব বড় ভূমিকা রাখে।
মাসসেরা হয়ে হেড বলেন, ‘এটি খুবই সম্মানজনক ব্যাপার। আমি আনন্দিত বোধ করছি। তবে, আমার সতীর্থদের ছাড়া এটি সম্ভব হতো না। এই যাত্রায় তারা আমাকে দারুণভাবে সাহায্য করেছে। এ ধরনের স্বীকৃতি আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে। দলের প্রতি আরও দায়িত্বশীল হতে সহায়তা করবে।’
২৯ বছর বয়সী অসি তারকা হেড ক্যারিয়ারে এবারই প্রথমবার আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন। বিশ্বকাপ ফাইনালের সেই ঝলমলে ইনিংস খেলে হেড বসেছেন কিংবদন্তিদের পাশে।
হেডের আগে বিশ্বকাপে অসিদের পক্ষে বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করেছিলেন দুই অসি কিংবদন্তি রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্ট। ২০০৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষেই ১২১ বলে ১৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন পন্টিং। ২০০৭ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে গিলক্রিস্ট করেন ১০৪ বলে ১৪৯ রান।