বাংলাদেশের দুরন্ত বোলিংয়ে ১৩৪ রানে থামল নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ দলের যে ভয়টা ছিল, সেটি এখন আর নেই। নেপিয়ারের ম্যাকলিন পার্কে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতে বাংলাদেশ পায় আত্মবিশ্বাসের জ্বালানি। একই মাঠে টি-টেয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ বুধবার (২৭ ডিসেম্বর) মুখোমুখি হয় দুদল। বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে কিউইরা থামে ১৩৪ রানে।
শুরুতে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পুরোদস্তুর ব্যাটিং পিচে বাংলাদেশের বোলাররা চমক দেখান প্রথম ওভার থেকেই। ইনিংসে চতুর্থ বলে কিউই ওপেনার টিম শেফার্ডকে শূন্য রানে বোল্ড করেন স্পিনার শেখ মেহেদি হাসান। দলীয় এক রানে প্রথম উইকেট হারানো কিউইদের ঘুরে দাঁড়াতে দেননি শরিফুল ইসলাম। নিজের প্রথম ওভারেই হানেন জোড়া আঘাত। পরপর দুই বলে ফিল অ্যালেন (১) ও গ্লেন ফিলিপসকে (০) ফেরান পেসার শরিফুল। অ্যালেনকে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে ও ফিলিপসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তিনি।
এক রানে তিন উইকেট হারানোটা অপ্রত্যাশিতই ছিল কিউইদের কাছে। চতুর্থ উইকেটে ভরসা হয়ে ছিলেন ডেরিল মিচেল ও মার্ক চ্যাপম্যান। কিন্তু, বেশিক্ষণ গড়তে পারেননি প্রতিরোধ। দলীয় ২০ রানে মিচেলকে বোল্ড করেন মেহেদি। আউট হেওয়ার আগে ১৪ রান করেন মিচেল। পঞ্চম উইকেটে চ্যাপম্যান ও জেমস নিশাম মিলে ৩০ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। ১৯ বলে ১৯ রান করা চ্যাপম্যানকে সাজঘরে ফেরান রিশাদ হোসেন।
এই জুটি ভাঙলেও নিশামও স্যান্টনার মিলে ৪১ রানের জুটি গড়েন। বিপজ্জনক হয়ে ওঠার আগে জুটি ভাঙেন শরিফুল। মিড উইকেটে স্যান্টনারের দারুণ ক্যাচ তালুবন্দি করেন সৌম্য। কিউই অধিনায়ক ফেরেন ২৩ রান করে।
আসা-যাওয়ার মিছিলে এক প্রান্তে অবিচল ছিলেন নিশাম। ২৯ বলে ৪৮ রান করে হুমকি হয়ে উঠেছিলেন বাংলাদেশের জন্য। তাকে ফিরিয়ে স্বস্তি এনে দেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের ফুলটস বলে ডিপ কাভারে আফিফ হোসেনের ক্যাচে পরিণত হন নিশাম। টিম সাউদির উইকেটেও মুস্তাফিজ-আফিফের রসায়ন। মুস্তাফিজের বলে আফিফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাউদি। নবম ব্যাটার হিসেবে ইশ সোধিকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানান তানজিম সাকিব। শেষ পর্যন্ত কিউইরা থামে ১৩৪ রানে।
বাংলাদেশের পক্ষে শরিফুল নেন তিন উইকেট। দুটি করে উইকেট পান মেহেদি ও মুস্তাফিজ। নিউজিল্যান্ডের মাঠে তাদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিততে বাংলাদেশের প্রয়োজন ১৩৫ রান।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ২০ ওভারে ১৩৪/৯। (অ্যালেন ১, শেফার্ড ০, মিচেল ১৪, ফিলিপস ০, চ্যাপম্যান ১৯, নিশাম ৪৮, স্যান্টনার ২৩, মিলনে ১৬*, সাউদি ৮, সোধি ২, সিয়ার্স ১*; মেহেদি ৪-০-১৪-২, শরিফুল ৪-০-২৬-৩, সাকিব ৪-০-৪৫-১, মুস্তাফিজ ৪-০-১৫-২, রিশাদ ৩-০-২৪-১, আফিফ ১-০-৯-০)