নেপিয়ারে দ্রুত উইকেট হারিয়ে হঠাৎ বিপদে বাংলাদেশ
নেপিয়ারে তৃতীয় ওয়ানডের মতো প্রথম টি-টোয়েন্টিতেও বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে অল্পতে থামিয়েছে বাংলাদেশ। শরিফুল-মেহেদিদের দারুণ বোলিংয়ের পর এবার দায়িত্ব ব্যাটারদের। ১৩৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো করলেও পরের দিকে হোঁচট খেয়েছে বাংলাদেশ। একে একে হারিয়েছে পাঁচ ব্যাটারকে। দ্রুত উইকেট হারিয়ে হঠাৎ বিপদে পড়েছে বাংলাদেশ।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে ১৩৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন রনি-লিটন জুটি। তবে দলীয় ১৩ রানের মাথায় অ্যাডাম মিলনের বলে তুলে মারতে গিয়ে টিম সাউদির হাতে ধরা পড়েন রনি। সাত বল খেলে ১০ রান আসে তার ব্যাট থেকে। এরপর লিটনকে নিয়ে দারুণ ব্যাটিং করেন শান্ত। তবে এই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৩৮ রানের মাথায় নিশামের বলে স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক শান্ত। আউটের আগে খেলেন ১৪ বলে ১৯ রানের ইনিংস।
এর আগে, বাংলাদেশের বোলারদের দাপটে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে কিউইরা। বল হাতে সর্বোচ্চ তিন উইকেট নেন শরিফুল। বছরের শুরুতে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ, মাঝে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। সর্বশেষ গত জুলাইয়ে আফগানদের হারিয়েছে সাকিবের দল। এবার বছরের শেষ সিরিজে নাজমুল হোসেন শান্ত কি জয় উপহার দিতে পারবেন?