পেশাদার বক্সিং নিয়ে বিএসপিএ’র ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে দেশে প্রফেশনাল বক্সিংয়ের বর্তমান অবস্থা, বিশ্ব পরিমন্ডলে সম্ভাবনা এবং এর ভবিষ্যত নিয়ে সাংবাদিককের অবহিত করণের লক্ষ্যে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ভবনের ডাচ-বাংলা অডিটরিয়ামে ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ আসাদুজ্জামান প্রেসিডেন্ট, বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশন। বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজীবের সভাপতিত্বে ওয়ার্কশপে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. সামন হোসেন। বিএসপিএ নির্বাহী সদস্য পরাগ আরমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএসপিএ সহ-সভাপতি কাজী শহীদুল আলম।
বিএসপিএর সদস্য ছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন সংবাদ মাধ্যমের প্রায় ৬০ জন ওয়ার্কশপে অংশ নেন। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দেশে এখন প্রায় ছয় শতাধিক প্রফেশনাল বক্সার আছেন। যাদের উপযুক্ত পরিচর্যা করলে বিশ্বআসরে নিজেদের পাশাপাশি দেশের জন্যও প্রচুর অর্থ উপার্জন করতে পারবে।
গত কয়েক বছরে দেশের বক্সাররা কয়েকটি বিদেশী প্রফেশনাল আসরে অংশ নিয়ে আয়ের সুযোগ পেয়েছেন। এ বছরের শেষভাগে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে দেশের আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমসহ সরকারি সহায়তা পেলে ২০৩০ সালে পর বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে আয়ের নিরিখে শীর্ষে থাকবেন বক্সাররা।