বিএসপিএর সেরা ক্রীড়া সাংবাদিক হলেন যাঁরা
২০১৯ সালের সেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার জিতেছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সেকান্দার আলী। আজ মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটরিয়ামে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের এই অনুষ্ঠান। পাঁচ সদস্যের স্বাধীন বিচারক প্যানেলের মার্কিংয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে তওফিক আজিজ খান ট্রফি জিতে নেন সেকান্দার আলী। তিনি ৫০ হাজার টাকার অর্থ পুরস্কার পান। এই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন ইএসপিএনক্রিকইনফোর বাংলাদেশ করেসপনডেন্ট মোহাম্মদ ইসাম, দ্বিতীয় রানারআপ হয়েছেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম।
ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিএসপিএ টানা পঞ্চমবারের মতো আয়োজন করে এই স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান। এবার আরো তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। ২০১৯ সালে সাক্ষাৎকার ক্যাটাগরিতে সেরা হয়ে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন ইএসপিএন-ক্রিকইনফোর বাংলাদেশ করেসপনডেন্ট মোহাম্মদ ইসাম।
ফিচার/ ডক্যুমেন্টারি ২০১৯ বিভাগে সেরা হিসেবে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন দৈনিক প্রথম আলোর রানা আব্বাস। এই বিভাগে প্রথম রানারআপ হয়েছেন বদিউজ্জামান আর দ্বিতীয় রানারআপ হন মাসুদ আলম।
স্পোর্টস ফটোগ্রাফি ২০১৯ বিভাগে বদরুল হুদা ট্রফি জিতেছেন দৈনিক কালের কণ্ঠের মীর ফরিদ। এই বিভাগে প্রথম রানারআপ হয়েছেন ডেইলি স্টারের ফিরোজ আহমেদ আর দ্বিতীয় রানারআপ দৈনিক প্রথম আলোর শামসুল হক টেংকু।
অনুষ্ঠানে দুজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ইউসুফ আলী ও মাহমুদুল হাসান শামীমকে দীর্ঘ সময় ক্রীড়া সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে ক্রীড়া সাংবাদিক দিবস সম্মাননা দেওয়া হয়। বিএসপিএ সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি দুলাল মাহমুদ, হাসান উল্লাহ খান রানা ও মোস্তফা মামুন।