‘পরিকল্পনা অনুযায়ী খেলতে পারায় জয় এসেছে’

তারুণ্যনির্ভর এক দল নিয়ে শ্রীলঙ্কার চোখে চোখ রেখে লড়ছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে জয়ের খুব কাছে গিয়ে ফিরলেও দ্বিতীয়টিতে শেষ হাসি স্বাগতিকদের। তিন ম্যাচ সিরিজের দুই ম্যাচ শেষে এখন ১-১ সমতা। যে কোনো কাজেই সঠিক পরিকল্পনা থাকা মানে অর্ধেক সম্পন্ন হয়ে যাওয়া। মাঠের বাইরের পরিকল্পনা মাঠে দারুণভাবে কাজে লাগাতে পেরেছে বাংলাদেশ।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ভয়ডরহীন ক্রিকেট খেলছে দলটি। যার যার দায়িত্ব সম্পর্কে সচেতন ক্রিকেটাররা। এই ব্যাপারটিই জয়ের পথ সহজ করেছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বুধবার (৬ মার্চ) জানান, সবাই পরিকল্পনামাফিক খেলোতেই জয় এসেছে।
শান্ত বলেন, ‘প্রথম ম্যাচের পর আমাদের খুব ভালো পরিকল্পনা হয়েছে। সিলেটের উইকেটটা চমৎকার। আমরা স্পষ্ট ভাবনা নিয়ে নেমেছি, কী করতে হবে। বোলাররাও দৃঢ়প্রত্যয়ী ছিল নিজেদের কাজ নিয়ে। তারা মাঠে তা করে দেখিয়েছে। সবমিলিয়ে আমাদের কাজে দিয়েছে যে বিষয়টি, তা হলো আমরা পরিকল্পনামাফিক খেলতে পেরেছি।’
শান্ত আরও যোগ করে বলেন, ‘আমার মনে হয় আমরা খুব ভালো খেলেছি। প্রথম ম্যাচে দুর্ভাগ্যবশত জিততে পারিনি। তবে, দুটি ম্যাচেই আমরা টিম হিসেবে খেলতে পেরেছি। যেভাবে চেয়েছি সেভাবে হয়েছে। জিততে পেরে খুব খুশি।’