বিশ্বকাপের আগে রাবাদাকে নিয়ে দুঃসংবাদ
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এদিকে, চলছে আইপিএল। শেষ দিকে এসে পড়েছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টটি। এর আগেই আইপিএল ছাড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা। ইএসপিএনক্রিকইনফো আজ বুধবার (১৫ মে) তাদের প্রতিবেদনে জানিয়েছে বিষয়টি।
দক্ষিণ আফ্রিকান পেসার রাবাদা চলতি আইপিএলে খেলেছেন পাঞ্জাব কিংসের জার্সিতে। খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। ১১ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। ইকোনমি রেটও বেশি, ৮.৮৫। তবে, জাতীয় দলে তিনি অপরিহার্য। প্রোটিয়াদের বোলিং বিভাগের মূল অস্ত্র রাবাদা। আইপিএল ছেড়েছেন মূলত, বিশ্বকাপের আগে চোটের ঝুঁকিতে না পড়তে।
রাবাদার পায়ের দিকে হালকা চোট আছে। ফলে, তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। এক বিবৃতিতে সিএসএ জানিয়েছে, বিশ্বকাপের আগ পর্যন্ত রাবাদাকে পর্যবেক্ষণে রাখবে সিএসএ’র চিকিৎসক দল। বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে যা যা করতে হয় করবেন রাবাদা।
এর আগে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে আইপিএলে ছেড়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। লিয়াম লিভিংস্টোন, উইল জ্যাকস রিচি টপলিরা ইংল্যান্ড পৌঁছেছেন। এই সপ্তাহে ইংল্যান্ডে ফিরবেন জস বাটলার, মঈন আলী, স্যাম কারান, ফিল সল্টরা। এদের প্রত্যেকেই আছেন ইংল্যান্ডের ঘোষিত বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের প্রস্তুত করতেই তাদের ফিরে যাওয়া।