উদযাপনে মেসিকে স্মরণ করালেন কলকাতার ক্রিকেটাররা
আইপিএলের ১৭তম আসরের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে তৃতীয় শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআই কর্তাদের হাত থেকে শিরোপাজয়ী ট্রফি হাতে পেয়ে স্লো মোশনে সতীর্থদের দিকে এগিয়ে যান অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তারপর কাছে গিয়ে দুই হাত দিয়ে উঁচিয়ে ধরেন ট্রফিটা। দলের বাকি সদস্যরাও আইয়ারের সঙ্গে মেতে উঠেন উল্লাসে।
ঠিক এক বছর আগে এই দিনে অধরা ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতে একইভাবে উদযাপন করতে দেখা যায় আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে। তার আগে ফিনালিসিমা ও কোপা আমেরিকার ট্রফি জিতেও একইভাবে কাপ নিয়ে উল্লাস করেছিলেন মেসি। তবে কাতারেরটাই সবার চোখে পড়েছে। তারপর থেকেই সবার মাঝে ছড়িয়ে গেছে এটা। পাড়ার লিগ, লিগস কাপ কিংবা যেকোনো টুর্নামেন্টেই এটা এখন সবাই অনুকরণ করে। ক্রিকেটেও পড়েছে এর ছায়া।
লিগ পর্বে শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্স সেরা সাফল্য নিয়ে আইপিএল শেষ করল। এবারের আসরের রানবন্যা বইয়ে দেওয়া সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো তারা। অপেক্ষা ফুরালো ১০ বছরের। ২০১২ ও ২০১৪ সালের পর তৃতীয় ট্রফি হাতে নিল কলকাতা। যৌথভাবে সবচেয়ে কম তিন ম্যাচ হেরে আইপিএল শেষ করলো দলটি। ২০০৮ সালে সমান সংখ্যক ম্যাচ হেরে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস।
দারুণ বোলিংয়ে হায়দরাবাদকে ১১৩ রানে অলআউট করে কলকাতা। তারপর ভেঙ্কটেশ আইয়ারের হাফ সেঞ্চুরিতে ৫৭ বল বাকি থাকতে তারা লক্ষ্যে পৌঁছে যায়। প্লে-অফ বা নকআউটে বলের হিসাবে এটাই আইপিএলের সবচেয়ে বড় জয়।