অস্ট্রেলিয়াকে বড় পুঁজি গড়তে দিল না ওমান
টি-টোয়েন্টি বিশ্বকাপে এরইমধ্যে মাঠে গড়িয়েছে ৯ ম্যাচ। দশম ম্যাচে এসে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ওমানের বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ওয়ার্নার ও স্টোয়নিসের ব্যাটে চড়ে মাঝারি সংগ্রহ দাঁড় করিয়েছে অসিরা।
আজ বৃহস্পতিবার (৬ জুন) বার্বাডোজের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৪ রান তোলে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে সর্বোচ্চ ৬৬ রান করেন মার্কাস স্টোয়নিস।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ১৯ রানের মাথায় ওপেনার ট্রাভিস হেডের উইকেট হারায় ২০২১ আসরের চ্যাম্পিয়নরা। ১০ বলে ১২ করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। সেই চাপ সামলে অবশ্য মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের ব্যাটে ঘুরে দাঁড়ায় অসিরা।
এই জুটিতে যোগ হয় আরও ৩১ রান। দলীয় ৫০ রানের মাথায় মার্শের বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় দলটি। ২১ বলে ১৪ করে ফেরেন অধিনায়ক মার্শ। তার বিদায়ের পরের বলেই ফেরেন আরেক ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। রানের খাতাই খুলতে পারেননি তিনি।
এরপর মার্কাস স্টোয়নিসকে নিয়ে দারুন জুটি গড়ে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন ওয়ার্নার। এই দুইজনের ১০৪ রানের জুটি ভাঙেন কলিমুল্লাহ। ৫১ বলে ৫৬ করে ফেরেন এই ব্যাটার। শেষমেশ ১৬৪ রান তোলে অসিরা।