একাদশ থেকে বাদ পড়া উচিত সাকিবের? যা বললেন তামিম
ক্যারিয়ারের পুরোটা সময়জুড়ে ব্যাটে-বলে নিজের আধিপত্য বজায় রেখেছেন সাকিব আল হাসান। তবে পড়ন্ত বেলায় পুরনো সেই সাকিবকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চোখের সমস্যায় লম্বা সময় ধরে হাসছে না ব্যাট। এর ওপর বল হাতেও ছন্দহীন বিশ্বসেরা অলরাউন্ডার। স্বাভাবিকভাবেই সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন ভক্তরা। এই বিষয়ে নিজের ভাবনা জানিয়েছেন দেশসেরা ব্যাটার তামিম ইকবাল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মাত্র ১ ওভার বল করেছেন সাকিব। ওভারটিতে ৬ রান দিয়ে পাননি কোনো উইকেট। আবার ব্যাট হাতে বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
গতকাল মঙ্গলবার (১১ জুন) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিনইনফোর পডকাস্টে সাকিবকে বাদ দেওয়া উচিত কি না, এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘অবশ্যই না (হাসি)। আমি মনে করি তার ফর্মে ফেরাটা জরুরি। সে একজন অভিজ্ঞ বোলার। সে লম্বা সময় ধরে বিশ্বের এক নম্বর বোলার ছিল। তাই সে যদি চার ওভার বোলিং না করে, তার মানে এখানে কোনো সমস্যা আছে।’
সাকিবের ব্যাটিং প্রসঙ্গে তামিম বলেন, ‘চোখের সমস্যার কারণে সাম্প্রতিক সময়ে শর্ট বল খেলতে সমস্যার মুখোমুখি হচ্ছেন সাকিব। আমি মনে করি এটা নিয়ে তার আরও কাজ করা উচিত। এবং দেখা উচিত ভবিষ্যতে খেলাটাকে সে কিভাবে নেবে।’
এছাড়াও আলোচিত সেই সিদ্ধান্ত প্রসঙ্গে তামিম বলেন, ‘যদি ব্যাটসম্যান আউট না হয়, আর বল যদি তার থাইপ্যাডে বা অন্য কোথাও লেগে বাউন্ডারির বাইরে চলে যায়, তবে সে ক্ষেত্রে রান দেওয়া উচিত। যদি সে আউট না হয় আরকি। এটা আমি কঠিনভাবে বিশ্বাস করি।’