অবশেষে জানা গেল রোহিতের মাটি খাওয়ার রহস্য
সাফল্য বলেকয়ে আসে না। ব্যর্থতা, কাছে গিয়েও না পাওয়া হতাশা, অনেক প্রচেষ্টার পর ধরা দেয়। যখন প্রবল আরাধ্য কিছু ধরা দেয়, উচ্ছ্বাস কোনো ধারাপাত মানে না। রোহিত শর্মার বেলাতেও ঘটেছে একই ব্যাপার। বিশ্বজয়ের পর করেছেন অদ্ভুত কাণ্ড।
একটা বিশ্বকাপের জন্য ১৭ বছরের প্রতীক্ষা। আইসিসি টুর্নামেন্টেও গত ১১ বছর ধরে নেই কোনো অর্জন। রোহিত তার নেতৃত্বে ভারতকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, কিন্তু সেখানে ওড়াতে পারেনি তেরঙ্গা পতাকা। সেই আক্ষেপ মিটল অবশেষে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর ফাইনালে গত শনিবার (২৯ জুন) দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়েছে ভারত। হয়েছে বিশ্বকাপের অপরাজিত চ্যাম্পিয়ন।
মনেপ্রাণে কোনো কিছু চাইলে তা পাওয়া না কি অসম্ভব নয়! ভারতীয় দল সেটিই আরেকবার মনে করাল। আর শিরোপা জয়ের এমন দিনে ভারতীয় অধিনায়ক রোহিত করলেন অদ্ভুত এক কাণ্ড। আনন্দ কিংবা আবেগের বহিঃপ্রকাশ ঘটালেন সেই বাইশ গজের মাটি মুখে নিয়ে, যে বাইশ গজের মাটি কামড়ে পড়ে থাকাই তার পেশা ও নেশা।
ভারতের বিশ্বকাপ জয়ের পর আইসিসিতে রোহিতের একটি একটি রিলস প্রকাশিত হয়। সেখানে দেখা যায় বার্বাডোজের (ফাইনালের ভেন্যু) মাটি মুখে দিয়েছেন রোহিত। সেই সময় তার মুখে ফুটে ওঠে হাসির রেখা। এই পিচই তো তাদের এনে দিয়েছে শিরোপার স্বাদ। কে জানে, সে কারণেই কি না পিচের স্বাদটা চেখে দেখেছেন রোহিত। এরপর পিঠ চাপড়ে দেওয়ার মতো করে চাপড়ে দিয়েছেন পিচ।
অবশ্য সেই মাটি খাওয়ার রহস্য নিয়ে মুখ খুলেছেন রোহিত নিজেই। রোহিতকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড একটি ভিডিও প্রকাশ করে। সেখানে রোহিত জানিয়েছেন যে, মাটি খাওয়ার সিদ্ধান্তটা হঠাৎ নেওয়া।
রোহিত বলেন, 'কোনও কিছু আগে থেকে ঠিক করা ছিল না। আমার যেমন মনে হয়েছে, তেমন করেছি। উপভোগ করছিলাম মুহূর্তটা। ওই পিচ আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েছে। এই মাঠ, এই পিচ আমি ভুলতে পারব না। তাই এর একটা অংশ আমি নিজের কাছে রাখতে চেয়েছিলাম। এই মুহূর্তগুলো খুবই স্পেশাল। আমার স্বপ্ন সত্যি হয়েছিল। আমি কিছু একটা নিয়ে যেতে চাইছিলাম। সেই কারণেই মাটি খেয়েছিলাম।'