বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ কারা?
আগামী বছর ভারতের সঙ্গে যৌথভাবে টি২০ বিশ্বকাপ আয়োজন করছে শ্রীলঙ্কা। ২৫ নভেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ড্র। তবে তার আগেই সম্ভাব্য একটি গ্রুপের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। তাদের প্রকাশ করা প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দী ভারত ও পাকিস্তান থাকছে একই গ্রুপে। আর বাংলাদেশও পেতে যাচ্ছে কঠিন প্রতিপক্ষ।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটিতে অংশ নেবে ২০টি দল। দলগুলোকে ভাগ করা হবে ৪টি গ্রুপে, প্রতি গ্রুপে থাকবে ৫টি দল। প্রতিটি গ্রুপ থেকে দুটি দল যাবে সুপার এইটে। সেখান থেকে সেরা চার দল খেলবে সেমিফাইনালে। সেমিতে জয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারত পাবে অপেক্ষাকৃত সহজ গ্রুপ। এই গ্রুপে পাকিস্তান ছাড়া আর কোন বড় শক্তি নেই। সর্বশেষ আসরের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের গ্রুপে থাকবে পাকিস্তান (৭), নেদারল্যান্ডস (১৩),নামিবিয়া (১৫), যুক্তরাষ্ট্র (১৮)। এই গ্রুপে ভারত ও পাকিস্তান ছাড়া আর কোনো টেস্ট-খেলুড়ে দল নেই। যদিও, ২০২৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের স্মৃতি আছে পাকিস্তানের।
আরেক আয়োজক শ্রীলঙ্কার গ্রুপে থাকছে টেস্ট খেলুড়ে তিন দল। এই গ্রপে র্যাঙ্কিংয়ে ৮ নম্বর শ্রীলঙ্কার সঙ্গে থাকবে অস্ট্রেলিয়া (২), জিম্বাবুয়ে (১১), আয়ারল্যান্ড (১২) ও ওমান (২০)।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে থাকা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ (৬) থাকবে একই গ্রুপে। এই দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের সঙ্গে থাকবে বাংলাদেশ (৯), যারা উপমহাদেশের কন্ডিশনে বেশ শক্তিশালী। এই গ্রুপের বাকি দুটি দল নেপাল (১৭) ও ইতালি (২৮)।
এদিকে সর্বশেষ আসলের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা (৫), নিউজিল্যান্ড (৪) ও আফগানিস্তান (১০) থাকছে একই গ্রুপে। গ্রুপের বাকি দুটি দল সংযুক্ত আরব আমিরাত (১৬) ও কানাডা (১৮)।
ফাইনালের জন্য নির্ধারণ করা রয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। তবে পাকিস্তান ফাইনালে উঠলে সেটি সরিয়ে নেওয়া হতে পারে শ্রীলঙ্কার কলম্বোতে। সম্ভাব্য সেমিফাইনাল ভেন্যু হিসেবে রাখা হয়েছে মুম্বাই, কলকাতা ও কলম্বো।

স্পোর্টস ডেস্ক