ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া ছাপিয়ে শান্তর প্রত্যাশা ভালো ম্যাচ
যুক্তরাষ্ট্রে দুই ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট দল এখন ওয়েস্ট ইন্ডিজে। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ দুই ম্যাচ এখানেই খেলবে বাংলাদেশ। কিংসটাউনের আর্নোস ভ্যালি স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৩ জুন) নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এ ম্যাচের আগে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ ছিল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। মার্কিন মুলুকে প্রায় এক মাস কাটিয়ে সেখানকার পরিবেশে খাপ খাইয়ে নিয়েছিলেন ক্রিকেটাররা। যুক্তরাষ্ট্রের তুলনায় ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া তুলনামূলক গরম। ভ্রমণ ক্লান্তি শেষে শান্ত-হৃদয়দের সামনে কাছে মানিয়ে নেওয়ার ব্যাপারও ছিল।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে, ইতোমধ্যে ক্যারিবিয়ান আবহাওয়ায় মানিয়ে নিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হারের হতাশা ভুলে সামনে নজর তার। নেদারল্যান্ডস ম্যাচকে সামনে রেখে আজ বুধবার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন— ‘যেভাবে গত কয়েক ম্যাচ খেলেছি, তাতে আমরা খুব খুশি। ম্যাচগুলোতে আমরা বেশ ভালো খেলেছি। শেষ ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েছিলাম। ক্রিকেটে এমনটি হয়। আমাদের নজর পরের ম্যাচে। ছেলেরা কঠোর পরিশ্রম করছে। এখানকার আবহাওয়া কিছুটা গরম। তবে, আমরা মানিয়ে নিয়েছি। আশা করি (ডাচদের বিপক্ষে) খুব দারুণ একটা ম্যাচ হবে।’