ভারতকে যে কারণে বাড়তি পাঁচ রান দিয়েছিলেন আম্পায়ার
পাকিস্তানকে হারানোর পর যুক্তরাষ্ট্র সদম্ভে বলেছিল, এবার ভারতের পালা। ভারতকে হারাতে না পারলেও তারা লড়াই করেছে। শুরুতে বিরাট কোহলি-রোহিত শর্মাদের ফিরিয়ে জমিয়ে তোলে ম্যাচ। পরবর্তী ম্যাচের ১৫ ওভার পর্যন্ত মার্কিনিরা বেশ এগিয়েই ছিল।
যুক্তরাষ্ট্রের দেওয়া ১১১ রানের লক্ষ্যে খেলতে নামা ভারত ১৫ ওভার অবধি খুব চাপে ছিল। ১৫তম ওভার শেষে সমীকরণ দাঁড়ায়, জিততে হলে ভারতকে করতে হবে ৩০ বলে ৩৫ রান। এমন অবস্থায় হঠাৎ স্কোরকার্ডে পরিবর্তন। ৩৫ নয়, ভারতকে করতে হবে ৩০ বলে ৩০ রান।
অনেকেই এটি নিয়ে প্রশ্ন তুলেছেন। পুরোনো অভিজ্ঞতা থেকে জানিয়েছেন, ভারতের প্রতি আইসিসির পক্ষপাতিত্বের কথা। তবে, এটি পক্ষপাতের ব্যাপার নয়। নিয়মের ভেতর থেকেই ভারতকে পাঁচ রান পেনাল্টি দিয়েছেন অন ফিল্ড আম্পায়ার। আইসিসির নতুন নিয়ম স্টপ ক্লকের অধীনে দেওয়া হয়েছে এই রান। মূলত যুক্তরাষ্ট্র মাঠে সময়ক্ষেপণ করার সাজা পেয়েছে।
স্টপ ক্লক আইনে বোলিং করা দলকে এক ওভার থেকে আরেক ওভার শুরু করতে হবে এক মিনিটের মধ্যে। বোলার পরিবর্তনে ম্যাচে যদি তিনবার এক মিনিটের বেশি সময় নেয় তাহলে ব্যাটিং করা দলকে পাঁচ রান দেওয়া হবে। আগে যেভাবে বোলার পরিবর্তনে সময় নিতে পারতেন অধিনায়ক, ইনিংসের চাহিদা অনুযায়ী বোলারকে আক্রমণে আনতেন, এখন থেকে সেই সুযোগটা কম।
ম্যাচে মার্কিন অধিনায়ক অ্যারন জোন্স এই ভুলটিই করেছেন। টানটান উত্তেজনায় ঠাসা খেলায় তিনি বোলার পরিবর্তনে দেরি করেছেন তিনবার। যার খেসারত দিতে হয়েছে পাঁচ রান পেনাল্টি দিয়ে। যে রানগুলো ভারতের মনোবল বাড়িয়ে দিয়েছিল সেই সময়।