কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন
মাঠের ক্রিকেটে সময়টা খুব একটা ভালো কাটছে না অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজে সুযোগ পেয়েও নিজে মেলে ধরতে পারেননি। যার ফলশ্রুতিতে বিশ্বকাপ দলেও জায়গা হয়নি তার। অবশ্য পারিবারিক জীবনে পেলেন সুখবর। কন্যা সন্তানের জনক হয়েছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
গতকাল সোমবার (১৭ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেন সাইফউদ্দিন। স্ট্যাটাসে মেয়ের ছবি প্রকাশ করে সাইফউদ্দিন লেখেন, ‘আসসালামু আলাইকুম আজকের পবিত্র ঈদের দিনে আমার ঘর আলোকিত করে আমার রাজকন্যা এসেছে সবাই দোয়া করবেন।’
২০২৩ সালের মার্চে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। পরিবারের পছন্দেই সেসময় সাইফউদ্দিন বিয়ের পিঁড়িতে বসেন। তার স্ত্রীর নাম কাজী ফাতেমা তুজ জারা। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি।
একের পর এক চোট সাইফউদ্দিনকে খেলা থেকেই দূরে ঠেলে দিয়েছিল অনেকটা। আগেই বলা হয়েছে, চোটের সঙ্গে সাইফউদ্দিনের ‘সখ্য’ অনেক আগে থেকে। পিঠের ব্যথা কখনও আসে, কখনও যায়। ২৭ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার ক্রিকেটটা এভাবেই খেলে আসছেন।
চলতি বছর বিপিএল দিয়ে মাঠে ফিরলেও কোনোভাবেই পুরনো ছন্দ খুঁজে পাচ্ছেন না। বিশ্বকাপের পর সামনে আরও বেশকিছু সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের দলে সুযোগ পেতে হলে ফের ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করার বিকল্প নেই এই ক্রিকেটারের। সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছেন ফেনীর এই ক্রিকেটার।