নতুন ক্রীড়া উপদেষ্টার প্রতি সাইফউদ্দিনের আহ্বান
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন এই নেতা ইতোমধ্যে ভাসছেন অভিনন্দনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশনসহ অসংখ্য সংগঠন তাদের শুভকামনা জানিয়েছে। এবার জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন।
সাইফউদ্দিনের বাড়ি ফেনী। আসিফ কুমিল্লার ছেলে। পাশের জেলা হওয়ায় নতুন উপদেষ্টাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার কাছে ক্রীড়াঙ্গনকে নতুন করে সাজানোর অনুরোধ জানান সাইফ। তার চাওয়া, যারা সত্যিকার অর্থে দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় তাদের নিয়ে এগিয়ে চলা উচিত।
বাংলাদেশের অলরাউন্ডার সাইফউদ্দিন বলেন, ‘অভিনন্দন আসিফ মাহমুদ ভাই । আপনি যেহেতু কুমিল্লার সন্তান আমি পার্শ্ববর্তী জেলার ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে, যারা সত্যি কারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন । দুর্নীতমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ চাই আমরা। ড. ইউনূস স্যার একটা কথা বলেছিলেন গত পরশুদিন সম্ভবত, যে পুরোনোদের দিয়ে আর কিছু হবে না কারণ তাদের চিন্তা ভাবনা পুরনো।’
এর আগে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের মধ্যে দপ্তর বণ্টন করে দেওয়া হয়েছে। যেখানে শুক্রবার (৯ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ।