ভারতের কোচ হচ্ছেন গম্ভীর?
রাহুল দ্রাবিড় আর ভারতের কোচ থাকছেন না, বিশ্বকাপের আগেই সেটি নিশ্চিত হয়ে গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নতুন কোচ নিয়োগ দেবে ভারত, যার জন্য বিজ্ঞপ্তিও ছেড়েছিল তারা। অনেক আবেদন থেকে বাছাই করে তালিকা ছোট করা হয়েছে। সেখান থেকে ডাকা হচ্ছে ইন্টারভিউর জন্য।
এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৮ জুন) ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হয়েছেন গৌতম গম্ভীর। ভারতের সাবেক এই তারকা মুখোমুখি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উপদেষ্টা কমিটির। গম্ভীরসহ আরও কয়েকজনের ইন্টারভিউ নেওয়া হয়েছে আজ। এমন খবরই প্রকাশ করেছে ইএসপিএনক্রিকইনফো।
ভারতের জার্সিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা গম্ভীর বর্তমানে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে আছেন। এর আগে কোচ হিসেবে কাজ করেছেন আরেক দল লখনৌ সুপার জায়ান্টসে। এবার তার চাওয়া নিজ দেশকে কোচিং করানো।
ভারতের কোচ হওংয়া প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘এরচেয়ে সম্মানের কিছু হতে পারে না। আপনি যখন ভারতের কোচ, তখন ১৪০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। বিশ্বব্যাপী ভারতের আরও ভক্ত তো আছেই। নিজ দেশের কোচ হতে পারাটা সত্যিই খুব আনন্দের হবে। এমনটা হলে মন্দ হয় না।’
ভারতের যিনি নতুন প্রধান কোচ হবেন তার মেয়াদকাল জানিয়ে রেখেছে বিসিসিআই। মোট সাড়ে তিন বছরের চুক্তিতে তিন ফরম্যাটেই দলটিকে কোচিং করাবেন নিয়োগপ্রাপ্ত কোচ। ২০২৪ এর জুলাই থেকে ২০২৭ এর ডিসেম্বর পর্যন্ত থাকবে তার চুক্তি।