সেমিতে কে কার মুখোমুখি, ম্যাচের সময়সূচি
জমজমাট সুপার এইট পর্ব শেষে জানা গেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে কারা। চতুর্থ দল হিসেবে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে শেষ চার নিশ্চিত করেছে আফগানিস্তান। বাকি তিন দল হলো ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এক নজরে দেখে নেওয়া যাক ফাইনালে ওঠার লড়াইয়ে কে কার মুখোমুখি।
সুপার এইটের গ্রুপ ‘১’ থেকে দ্বিতীয় দল হিসেবে সেরা চারে নাম লেখাল আফগানরা। আজ মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশকে ৮ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার কোনো আইসিসির ইভেন্টে সেমিফাইনালে খেলার অপেক্ষায় আফগানিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় আগামী ২৭ জুন ভোরে প্রোটিয়াদের পরীক্ষা নেবে আফগানরা।
আর আগে থেকেই নির্ধারিত ছিল সেমিফাইনালে গেলেই দ্বিতীয় সেমিতে লড়বে ভারত। আইসিসির সেই সূচি মেনে ইংল্যান্ডের মুখোমুখি হবে রোহিত শর্মার দল। ২৭ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দুই দল। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালেও ইংল্যান্ড ও ভারত মুখোমুখি হয়েছিল। যেখানে শেষ হাসিটা হেসেছিল ইংলিশরা। তাই ভারতের জন্য এবারও ইংলিশ বাধা পেরোনো বড় চ্যালেঞ্জ।
আইসিসির নিয়ম অনুযায়ী দুই আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচেই থাকবে রিজার্ভ ডে এর ব্যবস্থা। তবে ভারত এবং ইংল্যান্ড ম্যাচে নেই এমন ব্যবস্থা। সেমির জয়ী দলকে ফাইনালের ভেন্যুতে দ্রুত যাওয়ার ব্যবস্থা করতেই এই সিদ্ধান্ত। এই ক্ষেত্রে দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ভারত যাবে ফাইনালে।