যে কারণে অবসর নিতে হলো রোহিতকে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/01/rohit-bcci.jpg)
ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা। দেশকে বিশ্বকাপ জিতিয়ে, ছন্দে থেকে অবসর নেওয়ার সৌভাগ্য কজনের হয়! রোহিত সেই ভাগ্যবানদের একজন। তবে, তিনি না কি অবসর নিতেই চাননি! এমনটা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভিতে আজ সোমবার (১ জুলাই) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, রোহিত চেয়েছিলেন খেলতে। এখনই টি-টোয়েন্টিকে বিদায় বলার ইচ্ছা ছিল না তার। যদিও, যে মুহূর্তে অবসর নিয়েছেন সেটি আদর্শ সময়।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/07/01/rohit-ndtv-inner.jpg)
রোহিত বলেন, ‘আমি টি-টোয়েন্টি থেকে অবসরের ব্যাপারে ভাবিনি। কিন্তু, পরিস্থিতিটাই এমন ছিল। আমার মনে হয়েছে এটাই সঠিক সময়। তাই সিদ্ধান্ত নিয়ে ফেলা। বিশ্বকাপ জিতে বিদায় বলার মতো এমন দারুণ মুহূর্ত আসলে হতে পারে না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায় রোহিত ছিলেন দ্বিতীয় স্থানে। আট ম্যাচে তিন ফিফটিতে করেছেন ২৫৭ রান। মন্থর ব্যাটিংয়ের বিশ্বকাপেও তার স্ট্রাইক রেট ১৫৬.৭০। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ২০০৪ এর সর্বশেষ আসর—৯টি টুর্নামেন্টেই খেলেছেন তিনি। আসরের দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ২২০ রান তারই।
২০০৭ সালে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করা রোহিত এই ফরম্যাটে খেলেছেন ১৫৯টি ম্যাচ। রান করেছেন সর্বোচ্চ চার হাজার ২৩১। ৩২.০৫ গড় ও ১৪০.৮৯ স্ট্রাইক রেট যথেষ্ট সমীহ জাগানিয়া। এই ফরম্যাটে ৩২টি ফিফটির পাশাপাশি সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরিও রোহিতেরই।