ভালো খেলার প্রত্যয় নিয়ে ঢাকা ছাড়লেন এইচপির ক্রিকেটাররা
জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের নিয়ে গড়া হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে। টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাশাপাশি সেখানে হবে ওয়ানডে এবং চারদিনের ম্যাচও। এবারের টুর্নামেন্ট হবে ৯ দলের, খেলবে পাকিস্তানসহ বিগ ব্যাশের দল। সেই উদ্দেশ্যে দেশ ছাড়লেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।
এর আগে, আজ শনিবার (১৩ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এনটিভি অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের প্রত্যাশার কথা জানান ক্রিকেটাররা। স্কোয়াডে থাকা পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ বলেন, ‘এই সফরটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেক অভিজ্ঞতা অর্জন করার সুযোগ থাকবে। চেষ্টা করব সর্বোচ্চ কাজে লাগানোর। আর অস্ট্রেলিয়া সফর আমাদের নতুনদের জন্য এমন প্রথম। আশাকরি ভালো কিছু হবে।’
ব্যাটার পারভেজ হোসেন ইমন বলেন, ‘ভালো লাগছে অস্ট্রেলিয়াতে যাচ্ছি, নতুন কন্ডিশন। দোয়া করবেন, ভালো কিছুই হবে ইনশাল্লাহ। জাতীয় দলের আরেক ব্যাটার মাহমুদুল হাসান জয় বলেন,‘তরুণ ক্রিকেটার হিসেবে আমাদের প্রথম সফর এটি। কারণ অস্ট্রেলিয়াতে আমাদের কারও খেলার তেমন অভিজ্ঞতা নেই। এটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ নিজেদের প্রমাণের। ২০২৭ সালে যেহেতু ওখানে টেস্ট সিরিজ আছে, তাই মনে করি এটা আমাদের জন্য একটা প্রস্তুতির মঞ্চও।’
সফরে দুটি করে চার দিন ও ওয়ানডে এবং ৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। চার দিনের ম্যাচগুলো খেলবে আরেক সফরকারী দল পাকিস্তান ‘এ’ বা পাকিস্তান শাহীনসের বিপক্ষে। প্রথম চার দিনের ম্যাচ ১৯-২২ জুলাই এবং দ্বিতীয় চার দিনের ম্যাচ ২৬-২৯ জুলাই। দুটি ওয়ানডের একটির প্রতিপক্ষ নর্দান টেরিটরি ও দ্বিতীয়টির প্রতিপক্ষ পাকিস্তান শাহীনস। নর্দান টেরিটরির বিপক্ষে ম্যাচ ১ আগস্ট এবং পাকিস্তানের বিপক্ষে ৬ আগস্ট। টি-২০ ম্যাচগুলো যথাক্রমে ১১ আগস্ট মেলবোর্ন রেনেগেটস, ১২ আগস্ট তাসমানিয়া, ১৪ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্স, ১৫ আগস্ট এসিটি কমেটস, ১৬ আগস্ট পাকিস্তান শাহীনস ও ১৭ আগস্ট পার্থ স্কোরার্সের বিপক্ষে।
অস্ট্রেলিয়া সফরে চার দিনের ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন মাহমুদুল হাসান জয়। একদিনের ম্যাচের সিরিজে অধিনায়ক করা হয়েছে আফিফ হোসেনকে, টি-টোয়েন্টির দায়িত্ব পেয়েছেন আকবর আলি।